- আজ শুক্রবার
- ২১শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
- ৪ঠা এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ৩রা শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১৭ ফেব্রুয়ারি ২০২৫ | ২:৪১ অপরাহ্ণ
তিস্তাপাড়ে জড়ো হচ্ছে মানুষ, কণ্ঠে ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ স্লোগানতিস্তা নদীর ন্যায্য হিস্যা আদায় ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তিস্তাপাড়ের পাঁচজেলার ১১টি স্থানে ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচি শুরু হয়েছে। ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ স্লোগানে আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল থেকেই তিস্তাপাড়ের পাঁচ জেলা—লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, নীলফামারী ও গাইবান্ধার মানুষেরা জড়ো হতে শুরু করেছেন।
তিস্তাপাড়ে কয়েক লাখ মানুষের সমাগম হবে বলে আশা প্রকাশ করেছেন তিস্তা নদী রক্ষা কমিটির প্রধান সমন্বয়কারী ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। তিনি লালমনিরহাট জেলা বিএনপিরও সভাপতি।
তিস্তার কর্মসূচিকে ঘিরে পালাগান, সারিগান, ভাওয়াই, লালন, লোকসংগীত ও গ্রামীণ খেলাধুলা হা-ডু-ডু, ঘুড়ি উড়ানো, গোল্লাছুট ও দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
দুপুর ২টায় রংপুরের কাউনিয়ায় তিস্তা রেল সেতুর কাছে কর্মসূচিতে অংশ নেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিস্তার কর্মসূচিকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। বড় বড় প্যান্ডেল করা হয়েছে। এর মধ্যে একটি সমাবেশ ও সাংস্কৃতিক পরিবেশনার জন্য মঞ্চ, রাত্রিযাপনের জন্য অসংখ্য তাবু টাঙানো হয়েছে।
কর্মসূচিতে অংশ নেওয়া আন্দোলনকারীরা বলছেন, পানি বণ্টন চুক্তি ও তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। সরকারের প্রতি ভারতের ওপর কূটনৈতিক চাপ বৃদ্ধির আহ্বান জানিয়ে তারা বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে বন্যা ও খরার স্থায়ী সমাধান সম্ভব।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |