• আজ বুধবার
    • ১৮ই আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
    • ২রা জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৪ঠা মহর্‌রম ১৪৪৭ হিজরি

    তুরস্কের জনগণের জন্য মানবিক সহায়তা দেবে ঢাকা উত্তর সিটি

    তুরস্কের জনগণের জন্য মানবিক সহায়তা দেবে ঢাকা উত্তর সিটি

    গাজীপুর টিভি ডেস্ক | ১৯ ফেব্রুয়ারি ২০২৩ | ৫:১০ অপরাহ্ণ

    ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুরস্কের জনগণের জন্য মানবিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। আগামীকাল (২০ ফেব্রুয়ারি) টার্কিশ কো-অপারেশন অ্যান্ড কো-অর্ডিনেশন এজেন্সির (টিকা) ঢাকা অফিসে হস্তান্তর করা হবে পোশাক ও অন্যান্য সামগ্রী।

    রোববার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন।

    সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুরস্কের জন্য মানবিক সহায়তা দেওয়ার নির্দেশনা দিয়েছেন ডিএনসিসি মেয়র। সে অনুযায়ী শীতের পোশাকসহ অন্যান্য সামগ্রী কিনেছে ডিএনসিসি। আগামীকাল সোমবার সকাল ১০টা ৩০ মিনিটে নগর ভবনের হলরুমে ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলাম এসব মানবিক সহায়তা টিকা’র কাছে হস্তান্তর করবেন।

    এদিকে তুরস্ক ও সিরিয়ার ভয়াবহ ভূমিকম্পে ৪৬ হাজারের বেশি মানুষ নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

    গত ৬ ফেব্রুয়ারি ভোরের দিকে ভয়াবহ ভূমিকম্পে শুধু তুরস্কেই ৩ লাখ ৪৫ হাজার অ্যাপার্টমেন্ট ধসে পড়েছে। এখনো নিখোঁজ বহু মানুষ।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১