• আজ শুক্রবার
    • ৫ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ১৮ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৭ই শাওয়াল ১৪৪৬ হিজরি

    তুরস্কের হাতে সিরিয়া সংকট সমাধানের চাবি : ট্রাম্প

    তুরস্কের হাতে সিরিয়া সংকট সমাধানের চাবি : ট্রাম্প

    গাজীপুর টিভি ডেস্ক | ১৭ ডিসেম্বর ২০২৪ | ৭:২২ অপরাহ্ণ

    সিরিয়া সংকট সমাধানের চাবিকাঠি তুরস্কের হাতে। স্থানীয় সময় সোমবার (১৭ ডিসেম্বর) এ বিস্ফোরক মন্তব্য করলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

    ডোনাল্ড ট্রাম্প বলেন, তুরস্ক চাইলে দ্রুতই সম্ভব চলমান সংকটের সমাধান। বর্তমানে সিরিয়ার অনেক অনিশ্চয়তা রয়েছে। কেউ জানে না, সেখানে কী ঘটতে যাচ্ছে।

    মার্কিন প্রেসিডেন্ট বলেন– আমার ধারণা, সিরিয়া সংকট সমাধানের চাবিকাঠি এখন তুরস্কের হাতে। আমি জানি, এ কথা আর কারও কাছে আপানারা শোনেননি। তবে ভবিষ্যদ্বাণীতে আমি বরাবরই বেশ ভালো।

    সিরিয়ায় উত্তর দিকের কিছু অংশ তুরস্কের নিয়ন্ত্রণে রয়েছে। একসময় ওই অঞ্চল কুর্দিদের সশস্ত্র গোষ্ঠী ওয়াইপিজির হাতে ছিল। কিন্তু তুর্কি বাহিনীর আন্তঃসীমান্ত হামলা ও আঙ্কারার সহায়তাপুষ্ট সিরিয়ান ন্যাশনাল আর্মির (এসএনএ) মাধ্যমে তাদের সেখান থেকে বিতাড়িত করা হয়েছে।

    কিন্তু বাশারবিরোধী বিদ্রোহীদের মধ্যে ওয়াইপিজি অন্যতম। এটি যুক্তরাষ্ট্রের সহায়তাপুষ্ট কুর্দি বিদ্রোহীদের জোট সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) উল্লেখযোগ্য অংশীদার।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০