• আজ বুধবার
    • ৩১শে বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ১৪ই মে ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৩ই জিলকদ ১৪৪৬ হিজরি

    তেঁতুলিয়ায় ফের সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে

    গাজীপুর টিভি ডেস্ক | ১৫ ডিসেম্বর ২০২১ | ১২:০২ অপরাহ্ণ

    তিনদিন পর পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ফের সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমেছে।

    আজ বুধবার (১৫ ডিসেম্বর) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এটাই এখন পর্যন্ত চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। এর আগে গত ১২ ডিসেম্বর তেঁতুলিয়ায় তাপপাত্রা নেমেছিল ৯ দশমিক ৯ ডিগ্রিতে।

    তবে আপাতত কয়েকদিন তাপমাত্রায় তেমন পরিবর্তন না আসার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী সপ্তাহের শুরুর দিকে উত্তরাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হতে পারে বলেও এরইমধ্যে জানিয়েছে আবহাওয়াবিদেরা।

    আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানিয়েছেন, বুধবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী তিনদিনের মধ্যে তাপমাত্রার পরিবর্তন হবে সামান্য।

    বুধবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদ হাফিজুর রহমান।

    গতকাল মঙ্গলবার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৪ ডিগ্রি রেকর্ড করা হলেও বুধবার তা কিছুটা বেড়ে হয় ১৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

    আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ, ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে থাকলে মাঝারি শৈত্যপ্রবাহ বলে। আর তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তাকে বলে তীব্র শৈত্যপ্রবাহ।

    আবহাওয়াবিদেরা বলছেন, শৈত্যপ্রবাহের জন্য তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামা একটা শর্ত। কিন্তু এখনই শৈত্যপ্রবাহ শুরু হয়েছে, এটা বলা যাবে না। কারণ শৈত্যপ্রবাহ হলে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে ২/৩দিন থাকতে হয়। এছাড়া পাশাপাশি কয়েকটি স্টেশনেও তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামতে হয়। তেঁতুলিয়ায় তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলেও অন্যান্য শর্ত পূরণ না হওয়ায় এখনই শৈত্যপ্রবাহ বলা হবে না।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১