• আজ রবিবার
    • ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    দক্ষিণ আফ্রিকায় ভবন ধস, নিহত ৫

    দক্ষিণ আফ্রিকায় ভবন ধস, নিহত ৫

    গাজীপুর টিভি ডেস্ক | ০৭ মে ২০২৪ | ৬:৪০ অপরাহ্ণ

    দক্ষিণ আফ্রিকায় নির্মাণাধীন একটি পাঁচ তলা ভবন ধসের ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে আরও কমপক্ষে ৫০ জন। তাদের উদ্ধারে অভিযান চালানো হচ্ছে। ওয়েস্টার্ন কেপ টাউনের পূর্ব উপকূলীয় জর্জ শহরে স্থানীয় সময় সোমবার (৬ মে) বিকেলে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে।

    সোমবার (৬ মে) যখন ভবনটি ধসে পড়ে তখন সেখানে ৭৫ নির্মাণ শ্রমিকের একটি দল উপস্থিত ছিল।

    প্রত্যক্ষদর্শী স্থানীয় কাউন্সিলর থেরেসা জেই জানিয়েছেন, হঠাৎ করে একটি আওয়াজ পান। আর তারপরেই পুরো ভবনটি ধসে পড়ে, একেবারে মাটিতে মিশে যায়। চারিদিকে ধুলো উড়তে থাকে।

    মঙ্গলবার (৭ মে) এক বিবৃতিতে শহরের পৌরসভা কর্তৃপক্ষ বলেছে, ধ্বংসস্তূপের ভেতর থেকে ২২ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জীবিতদের সন্ধানে শহরটিতে উদ্ধারকর্মী, পুলিশ ও স্থানীয় লোকজন কাজ করছে।

    সূত্র: আল-জাজিরা

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০