• আজ মঙ্গলবার
    • ১৭ই আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
    • ১লা জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৪ঠা মহর্‌রম ১৪৪৭ হিজরি

    দক্ষিণ কোরিয়াতে খুলছে বাংলাদেশিদের চাকরির দুয়ার

    দক্ষিণ কোরিয়াতে খুলছে বাংলাদেশিদের চাকরির দুয়ার

    গাজীপুর টিভি ডেস্ক | ৩০ মার্চ ২০২৪ | ১১:১৫ পূর্বাহ্ণ

    দক্ষিণ কোরিয়ায় প্রথমবারের মতো মৎস্য শিল্প ও জাহাজ নির্মাণ শিল্পে কাজের সুযোগ পাচ্ছেন বাংলাদেশিরা। দেশটির বিভিন্ন খাতে চলতি বছরই যেতে পারবেন ১০ হাজার কর্মী। এই পুরো প্রক্রিয়া সম্পন্ন হবে সরকারি রিক্রুটিং এজেন্সি-বোয়েসেলের মাধ্যমে।

    গত বছর বাংলাদেশি কর্মীদের জন্য ৭ হাজার কোটা নির্ধারিত থাকলেও দেশটিতে যেতে পেরেছেন ৫ হাজার কর্মী। দক্ষ কর্মীর অভাবে ফাঁকা থেকেছে দুই হাজার।

    এ বছর কোটার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজারে। প্রথমবারের মতো মৎস্য শিল্প ছাড়াও উৎপাদন ও জাহাজ নির্মাণ কাজের জন্য দেশটিতে যাওয়ার সুযোগ পাবেন বাংলাদেশিরা। দেশের একমাত্র সরকারি রিক্রুটিং এজেন্সি-বোয়েসেলের মাধ্যমে সম্পন্ন হবে কর্মী পাঠানোর পুরো প্রক্রিয়া।

    তবে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ড. মল্লিক আনোয়ার হোসেন সতর্কবার্তা দিয়েছেন কোরিয়াগামী কর্মীদের। তিনি বলেন, তারা যদি মালিকের অনুমতি নিয়ে অন্য কোম্পানিতে যায় তবে মালিক আবার বাংলাদেশ থেকে লোক নিবে। তবে কোম্পানির বিরুদ্ধে অভিযোগ, মামলা করে যদি যায় তবে সেই মালিক আর বাংলাদেশ থেকে লোক নিবে না। তখন তাদের আমাদের দেশের প্রতি একটি বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে। এজন্যে আমরা যে অক্লান্ত পরিশ্রম করে এই কোটা পেয়েছি সেটা ধরে রাখার দায়িত্ব আমাদের কর্মীদেরই।

    আর বিদেশে কর্মী পাঠানোয় দক্ষতার ওপর জোর দিলেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। তিনি বলেন, কর্মীদের আরও দক্ষ বানানোর জন্যে আমরা কাজ করে যাচ্ছি।

    দক্ষিণ কোরিয়ায় যেতে হলে দেশের যেকোন প্রশিক্ষণ সেন্টার থেকে আগে কোরিয়ান ভাষা রপ্ত করতে হবে। পাশাপাশি কাঙ্ক্ষিত কাজের দক্ষতা অর্জন করে বোয়েসেলে আবেদনের মাধ্যমে পরীক্ষায় উত্তীর্ণ হলেই মিলবে কাজের সুযোগ।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১