- আজ শুক্রবার
- ৩রা শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
- ১৮ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ২০শে মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১১ ডিসেম্বর ২০২১ | ৪:২৯ অপরাহ্ণ
দিনাজপুরে পারিবারিক কলহের জেরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে বিলকিস (৩৫) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। আজ শনিবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় শহরের ষষ্ঠিতলার রেল কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বিলকিস শহরের পশ্চিম মিশন রোডের রেল কলোনি এলাকার মৃত নুরু মিয়ার মেয়ে। এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে নিহতের স্বামী আলম মিয়াকে আটক করা হয়েছে। তিনি একই এলাকার শাহাজাহান প্রামাণিকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকেই পারিবারিক বিষয়ে তাদের মধ্যে ঝগড়া চলছিল। পরে তারা দেখেন যে, ট্রেনে ঝাঁপ দিয়ে বিলকিস আত্মহত্যা করেছেন।
এ বিষয়ে দিনাজপুর রেলওয়ে পুলিশ পরিদর্শক এরশাদুল হক ভূঁইয়া বলেন, ‘পারিবারিক বিভিন্ন বিষয়ে বিলকিস ও তার স্বামীর মধ্যে মতবিরোধ চলছিল। সকালে পঞ্চগড়গামী ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন তিনি। এ ঘটনায় স্বামীকে আটক করা হয়েছে। ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।’
এ ঘটনায় নিহতের ভাই নাসিম বাদী হয়ে একটি মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।