• আজ মঙ্গলবার
    • ৯ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২২শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২২শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    দিল্লিতে বিপদসীমার উপরে বইছে যমুনার পানি

    দিল্লিতে বিপদসীমার উপরে বইছে যমুনার পানি

    গাজীপুর টিভি ডেস্ক | ১২ জুলাই ২০২৩ | ৬:২৬ অপরাহ্ণ

    ভারতের রাজধানী শহর দিল্লিতে যমুনার পানি গত ৪৫ বছরের রেকর্ড ভেঙে বিপদসীমার ওপর বইছে। এর ফলে গোটা উত্তর ভারত প্লাবিত হয়েছে।

    এনডিটিভির খবরে বলা হয়েছে, পানির স্তর ২০৭.৫৫ মিটার ছাড়িয়ে গেছে। হরিয়ানার হাতিকুণ্ড বাঁধ থেকে পানি ছাড়ার ফলে দিল্লির নীচু এলাকাগুলি প্লাবিত হয়েছে। রাজধানীতে বৃষ্টি এবং বন্যা পরিস্থিতির কারণে মৃত্যু হয়েছে পাঁচ জনের। গত ৪৫ বছর আগে দিল্লিতে যমুনার পানি বিপৎসীমার ২০৭.৪৯ মিটার ওপরে রেকর্ড হয়েছিল।

    খবর অনুসারে, নদীর পানিসীমা বৃদ্ধির কারণে বাড়িঘর এবং বাজারের দোকানপাট প্লাবিত হয়েছে। ফলে স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ চরমে উঠেছে। নদীর তীরবর্তী এলাকার অনেক বাসিন্দা তাদের সর্বস্থ নিয়ে উঁচু এলাকায় স্থানান্তরিত হয়েছেন। পানির স্তর ক্রমশ বৃদ্ধি পাওয়ায় তারা খুব অসহায় অবস্থার মধ্যে আছেন।

    মূখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জরুরি বৈঠক করেছেন। হরিয়ানার হাতিকুণ্ড বাঁধ দিয়ে যেন আর পানি প্রবেশ না করে সেজন্য কেন্দ্র সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। রাজধানী দিল্লিতে নিকট ভবিষ্যতে জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হবে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে এক চিঠিতে কেজরিওয়াল বলেছেন, দিল্লিতে বন্যা হলে বিশ্বের কাছে ভালো বার্তা পৌঁছাবে না।

    এদিকে দিল্লির পুলিশ বন্যা কবলিত এলাকায় পূর্ব সতর্কতা অবলম্বনস্বরূপ সকল ধরনের জন সমাবেশ নিষিদ্ধ করেছে।

    উল্লেখ্য, গত চার দিন ধরে উত্তর ভারত জুড়ে টানা বৃষ্টির জেরে হিমাচল প্রদেশের পাশাপাশি, দিল্লি, উত্তরাখণ্ড, পঞ্জাব, হরিয়ানা, রাজস্থানের বন্যার পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। উত্তর এবং উত্তর-পশ্চিম ভারতের যে সব রাজ্যগুলো বন্যা পরিস্থিতির মধ্যে রয়েছে, তার মধ্যে হিমাচল প্রদেশের অবস্থা সবচেয়ে শোচনীয়। পাহাড়ি ধস, বান, জাতীয় সড়ক, সেতু ভেসে যাওয়ার মতো ঘটনা ঘটছে সেখানে।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০