দিল্লির একটি অক্সিজেন রিফিলিং দোকানের সামনে কেউ দুইদিন, কেউবা তিনদিন ধরে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও ফিরতে হচ্ছে খালি হাতে। স্বাভাবিকের চেয়ে দশগুণ দামেও দিল্লিতে মিলছে না অক্সিজেন। বিদেশ আর অন্য প্রদেশ থেকে যা সহায়তা আসছে, বেশিরভাগই চলে যাচ্ছে হাসপাতালগুলোতে। ফলে বাড়িতে চিকিৎসা নেয়া রোগীদের দুর্ভোগ চরমে।
ওদিকে, হাসপাতালগুলোর পরিস্থিতি আরো ভয়াবহ। অক্সিজেন আর মেডিকেল সামগ্রীর স্বল্পতায় অনেকটা ঢাল-তলোয়ারহীন যুদ্ধে, একেকটা জীবন বাঁচাতে দিন রাত কাজ করছেন দিল্লির স্বাস্থ্যকর্মীরা।
চিকিৎসক পিয়ুস গিরদার বলেন, ‘প্রতিদিন অন্তত ৫০টি ফোন পাচ্ছি। কেউ হাসপাতালে বেড চাচ্ছেন, কারো অক্সিজেন কিংবা ওষুধের আকুতি। তবে কিছুই দিতে পারছি না।’
টানা পাঁচ দিন পর আক্রান্তের সংখ্যা কিছুটা কমলেও ভোগান্তি কমেনি। সামনের দুই সপ্তাহ আরো কঠিন যাবে, শঙ্কা চিকিৎসকদের।