• আজ সোমবার
    • ২৪শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
    • ৭ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৬ই শাওয়াল ১৪৪৬ হিজরি

    দিল্লি দখল করতে যাচ্ছে বিজেপি

    দিল্লি দখল করতে যাচ্ছে বিজেপি

    গাজীপুর টিভি ডেস্ক | ০৮ ফেব্রুয়ারি ২০২৫ | ১:৪২ অপরাহ্ণ

    ভারতের দিল্লিতে বিধানসভা নির্বাচনের ভোটগণনা শুরু হয়েছে। আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৮টা থেকে শুরু হয়েছে পোস্টাল ব্যালটের গণনা। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

    ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, সকাল সাড়ে ১০টা পর্যন্ত ভোটগণনায় ৪২ আসনে এগিয়ে আছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। আম আদমি পার্টি (আপ) এগিয়ে আছে ২৭ আসনে। এ ছাড়া কংগ্রেস ১টি আসনে এগিয়ে আছে।

    দিল্লিতে সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে যে কোনো দলকে ছুঁতে হবে ৩৬ আসনের ‘ম্যাজিক ফিগার’। সেই হিসেবে বিজেপি এরই মধ্যে পেরিয়ে গেছে ম্যাজিক ফিগার। বিশ্লেষকেরা বলছেন, সম্ভবত ২৭ বছর পর দিল্লি দখল করতে যাচ্ছে বিজেপি।

    গত বুধবার দিল্লি বিধানসভার ৭০টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আজ চলছে ভোটগণনা। বুথফেরত সমীক্ষা বলছে, দিল্লিতে এবার জয়ী হবার সম্ভাবনা বিজেপির। ফলে গত দুই মেয়াদে দিল্লির ক্ষমতা ধরে রাখা অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি এবার পরাজয়ের আশঙ্কায় পড়েছে।

    তাই ভোটগ্রহণ শেষ হওয়ার পর থেকেই নানা অনিয়মের অভিযোগ তুলছে আপ। বিশ্লেষকেরা বলছেন, দুশ্চিন্তা ও পরাজয়ের আশঙ্কা থেকেই আপ এমন আচরণ করছে।

    তবে জয়ের ব্যাপারে এখনো আত্মবিশ্বাসী দিল্লির বিদায়ী মুখ্যমন্ত্রী অতিশী। তিনি বলেন, ‘এবারের দিল্লি নির্বাচন আসলে শুভ ও অশুভের লড়াই। আর সেই লড়াইয়ে দিল্লির জনগণ থাকবে কেজরির পক্ষেই।’

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০