- আজ রবিবার
- ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ২০শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১৩ ফেব্রুয়ারি ২০২৪ | ৫:০৭ অপরাহ্ণ
নতুন ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানোর ঘোষণা দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড। মধ্যপ্রাচ্যে উত্তেজনাকর পরিস্থতিরি মধ্যেই এই সামরিক প্রতিষ্ঠানটি জানিয়েছে দীর্ঘপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ থেকে ছোড়া হয়।
বাহিনীটির কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, এই অর্জনের মানে হলো ইরানের বিপ্লবী গার্ড সমুদ্রে যেকোনো লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারবে। কারণ, ইরানের যুদ্ধজাহাজ এখন পৃথিবীর যেকোনো স্থানে ভ্রমণ করতে পারবে।
সালামির ভাষায়, বিপ্লবী গার্ডের নৌজাহাজ থেকে একটি দীর্ঘপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে ছোড়া হয়েছে। আর এই কাজটি যৌথভাবে করেছে আইআরজিসি অ্যারোস্পেস ও আইআরজি নেভি।
ইরান সাম্প্রতিক সময়ে নিজেদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি বেশ বিস্তৃত করছে। সাম্প্রতিক সময়ে এই ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বিভিন্ন সন্ত্রাসী আস্তানায় ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবিও করেছে তেহরান।
ইরানের দাবি, তারা নিজেদের প্রতিরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতেই এই কার্যক্রম পরিচালনা করে আসছে। কোনো দেশের সাথে সংঘাতে জড়ানো ইচ্ছে তাদের নেই।