- আজ মঙ্গলবার
- ৯ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২২শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ২২শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৬ জানুয়ারি ২০২২ | ৮:৪৯ অপরাহ্ণ
গারো দুই কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় করা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশ
ময়মনসিংহের হালুয়াঘাটে গারো দুই কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় করা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলা শহরের শহীদ মিনার এলাকায় বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস) উপজেলা শাখার আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে ধর্ষণের শিকার কিশোরীদের সহপাঠী, এলাকাবাসী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিভিন্ন সংগঠন অংশ নেয়। এ সময় অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় তারা। এরপর সংগঠনের সদস্যরা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী কাছে স্মারকলিপি দেয়।
সমাবেশে বাগাছাস’র উপজেলা শাখার সাবেক সভাপতি পলাশ রিচিল বলেন, দুই ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আর না হয় আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম বলেন, ওই দুই কিশোরীকে ‘সাহসী কন্যা’ আখ্যা দিয়ে স্কুলে যেতে দুটি বাইসাইকেল দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে আমরা দুই কিশোরীর পরিবারের পাশে আছি। তাদের সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের অনুষ্ঠান শেষে হালুয়াঘাট থেকে গত ২৭ ডিসেম্বর রাতে বাড়ি ফেরার পথে দুই গারো কিশোরীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়। এ ঘটনায় ৩০ ডিসেম্বর স্থানীয় ১০ যুবককে আসামি করে হালুয়াঘাট থানায় মামলা করে পরিবার।
মামলার আসামিরা হলো- উপজেলার রিয়াদ মিয়া (২২), শরিফ উদ্দিন (২০), মিয়া হোসেন (২০), রুকন উদ্দিন (২১), রমজান আলী (২১), মো. কাওসার (২১), আছাদুল মিয়া (১৯), শফিকুল ইসলাম (২১), মো. মিজান মিয়া (২২) ও মামুন মিয়া (২০)। ঘটনার নয় দিন পার হলেও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
হালুয়াঘাট থানার ওসি শাহীনুজ্জামান খান বলেন, দুই কিশোরীকে ধর্ষণ ও ধর্ষণের সহযোগিতায় ১০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে। দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেফতার করবে পুলিশ।