• আজ বুধবার
    • ১লা শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
    • ১৬ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৮ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

    দুই গারো কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ: মূল আসামিসহ গ্রেফতার ৬

    গাজীপুর টিভি ডেস্ক | ০৮ জানুয়ারি ২০২২ | ৩:১৪ অপরাহ্ণ

    ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় গারো সম্প্রদায়ের দুই কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলার প্রধান আসামিসহ ছয় জনকে গ্রেফতার করা হয়েছে।

    গতকাল শুক্রবার (৭ জানুয়ারি) রাতে ময়মনসিংহসহ দেশের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)।

    গ্রেফতারকৃতরা হলো—মূল আসামি রিয়াদ মিয়া (২২), শরীফ মিয়া (২০), মিজানুর রহমান (২২), আব্দুল হামিদ (১৯), মিয়া হোসেন (২০) ও রুকন মিয়া (২১)। তাদের মধ্যে আব্দুল হামিদকে ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার করা হয়েছে।

    জেলা পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান জানান, গতরাতে ময়সনসিংহসহ দেশের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে পাঁচ জনকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশের দুটি টিম। অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

    সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি রিয়াদ মিয়াকে শনিবার ভোরে হালুয়াঘাট থেকে গ্রেফতার করে র‌্যাব। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

    উল্লেখ্য, গত ২৭ ডিসেম্বর মধ্যরাতে বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে কাটাবাড়ি গ্রামের আকাশী বাগানে দুই গারো কিশোরী ধর্ষণের শিকার হয়। পরে ৩০ ডিসেম্বর হালুয়াঘাট থানায় ১০ জনকে আসামি করে ধর্ষণ মামলা করেন ভুক্তভোগী এক কিশোরীর বাবা।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১