- আজ রবিবার
- ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২৬ ডিসেম্বর ২০২৪ | ৫:৪৮ অপরাহ্ণ
ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুই দিনে দুই হাজার ৫৯৬টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তালেবুর রহমান বলেন, গত মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ও পরদিন বুধবার ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়েছে। এ ছাড়া অভিযানকালে ১০২টি গাড়ি ডাম্পিং ও ৯২টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ডিসি তালেবুর রহমান।