- আজ সোমবার
- ২৪শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
- ৭ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ৬ই শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৭ সেপ্টেম্বর ২০২১ | ৪:২৫ অপরাহ্ণ
দুই বছর পর পর বিশ্বকাপের আয়োজন করা হলে দক্ষিণ এশিয়ার ফুটবলের উন্নয়ন ঘটবে। বাংলাদেশসহ এ অঞ্চলের চার দেশের জাতীয় ফুটবল ফেডারেশন এমনটাই মনে করে। এজন্য গত মে’তে অনুষ্ঠিত ফিফা কংগ্রেসে দুই বছর পর পর নারী ও পুরুষ বিশ্বকাপ আয়োজনের সম্ভাব্যতা যাচাইয়ের পক্ষে ভোট দেয় তারা। তবে বিশ্বকাপের চিরাচরিত কাঠামো অর্থাৎ চার বছর পর পর টুর্নামেন্ট আয়োজনে পরিবর্তন আনার বিপক্ষে ইউরোপের ফুটবল খেলুড়ে দেশগুলোর নিয়ন্ত্রক সংস্থা (উয়েফা)।
বাংলাদেশ, মালদ্বীপ, নেপাল ও শ্রীলঙ্কার ফুটবল ফেডারেশন যৌথ বিবৃতিতে জানিয়েছে, ১৬৬টি জাতীয় ফেডারেশনের সঙ্গে আছে তারা। এরা দুই বছর পর পর বিশ্বকাপ আয়োজনের সম্ভাবনা খতিয়ে দেখার পক্ষে ভোট দিয়েছে। এসব ফেডারেশন বলেছে, চার বছরে বিশ্বকাপ আয়োজন একটি প্রতিভাবান প্রজন্মকে বঞ্চিত করছে। কারণ, এর ফলে যথেষ্ট সুযোগ তারা পাচ্ছে না। এশিয়ার ফুটবল দলগুলো বিশ্বকাপে খেলতে পারছে না, সেদিকেই নজর দিয়েছে ফেডারেশনগুলো।
বিবৃতিতে বলা হয়, ফিফা বিশ্বকাপের ইতিহাস ১০০ বছর হতে চলেছে। কিন্তু এশিয়ান ফুটবল কনফেডারেশন্সের বর্তমান সদস্যদের চার ভাগের একভাগও এতে খেলতে পারেনি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট ইমরুল হাসান নিশ্চিত করেন, চার দেশের ফেডারেশনের পক্ষ থেকে ফিফার কংগ্রেসে নেয়া প্রস্তাবনার পক্ষে সমর্থন জানানো হয়েছে। তবে তিনি মনে করেন, এটি বাস্তবায়ন করা কঠিন হবে।
ইমরুল হাসান বলেন, ফিফা এ প্রস্তাব করেছে। বাফুফে তাতে সায় দিয়েছে। কিন্তু এটা দীর্ঘ প্রক্রিয়া। সহসাই এতদিনের নিয়ম পরিবর্তন করা কঠিন হবে একটা সংস্থার জন্য। তবে তিনি মনে করেন, এশিয়া থেকে যদি আরও বেশি দল বিশ্বকাপে খেলতে পারে, তা শেষ পর্যন্ত বাংলাদেশের জন্য ভালো হতে পারে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |