• আজ মঙ্গলবার
    • ৯ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২২শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২১শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    দুদকের ওপর সরকারের হস্তক্ষেপ বন্ধ হওয়া দরকার : গণতান্ত্রিক বাম ঐক্য

    গাজীপুর টিভি ডেস্ক | ২০ ফেব্রুয়ারি ২০২২ | ২:২৫ অপরাহ্ণ

    দুর্নীতি দমন কমিশনের (দুদক) ওপর সরকারের হস্তক্ষেপ বন্ধ হওয়া দরকার। দুদক কর্মকর্তা শরীফ উদ্দিনের চাকরিচ্যুতি সরকারের নির্দেশেই হয়েছে। এই দাবি করে তাকে চাকরিতে পুনর্বহাল করার দাবি জানিয়েছে গণতান্ত্রিক বাম ঐক্য।

    আজ রবিবার (২০ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এই দাবি জানায় সংগঠনটির নেতারা।

    মানববন্ধনে বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক হারুন চৌধুরী বলেন, দুদক কর্মকর্তা শরীফ উদ্দিন এর বিরুদ্ধে যে অভিযোগ তা স্পষ্ট করা হোক। আমরাও জানতে চাই তার অপরাধ কী ছিল। আমরা এদেশে কোনো বিশৃঙ্খলা চাই না। এই স্বাধীন দেশে আবারও কোনো আন্দোলনে যেতে চাই না।

    দুদক কর্মকর্তা শরীফ উদ্দিনের চাকরি ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দুর্নীতি দমন কমিশনের উপর সরকারসহ প্রভাবশালীদের হস্তক্ষেপ বন্ধ করতে হবে।

    মানববন্ধনে বাংলাদেশের সাম্যবাদী দল, সমাজতান্ত্রিক মজদুর পার্টি, সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি, বাংলাদেশের প্রগতিশীল গণতান্ত্রিক দলের সদস্যরা উপস্থিত ছিলেন।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০