- আজ সোমবার
- ৩০শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
- ১৪ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৬ই মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৭ এপ্রিল ২০২২ | ৪:৩৫ অপরাহ্ণ
রাজশাহীর দুর্গাপুরে শ্বশুরের সঙ্গে পরকীয়ায় জড়ানোর অভিযোগে স্ত্রীকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে গোলাম মোস্তফা চৌধুরী (২৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
বুধবার (৬ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বর্দ্ধনপুর গ্রামে এ ঘটনা ঘটে।
গোলাম মোস্তফা বর্দ্ধনপুর গ্রামের আবু কালামের ছেলে।
দুর্গাপুর থানা পুলিশ সূত্র জানায়, দুই বছর আগে গোলাম মোস্তফার সঙ্গে একই উপজেলার কিশোরপুর গ্রামের আবু হানিফের মেয়ে জুথি খাতুনের বিয়ে হয়। বিয়ের পর তাদের একটি কন্যাসন্তানের জন্ম হয়। তার বয়স সাত মাস। কিন্তু শ্বশুর আবু কালামের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন জুথি। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে এ সম্পর্ক চলছিল।
তবে বিষয়টি জানতেন না গোলাম মোস্তফা। কয়েকদিন আগে তিনি স্ত্রীর পরকীয়ার বিষয়টি জানতে পারেন। এটি জানার পর প্রথমে বাবা আবু কালামকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন গুরুতর জখম করেন মোস্তফা। এলাকাবাসী তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে শ্বশুরবাড়ি গিয়ে স্ত্রী জুথিকে গলা টিপে হত্যা করে পালিয়ে যান মোস্তফা।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলী এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা করা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।