- আজ বৃহস্পতিবার
- ২৬শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
- ১০ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ১২ই মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১৮ জুলাই ২০২২ | ৩:৪৭ অপরাহ্ণ
দুর্ঘটনায় জন্ম নেওয়া শিশু ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আহমেদ সাইমুম
ময়মনসিংহের ত্রিশালে ট্রাকচাপায় পিষ্ট মায়ের পেট ফেটে দুনিয়ায় আসা নবজাতকের দায়িত্ব নিতে চান কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আহমেদ সাইমুম।
আজ রবিবার (১৭ জুলাই) দুপুরে শিশুটিকে লালন-পালনের ইচ্ছা পোষণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন তিনি।
আহমেদ সাইমুম বলেন, ‘শনিবার বিকেল পৌনে ৩টার দিকে ত্রিশালের মঠবাড়ি ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম (৪০) তার অন্তঃসত্ত্বা স্ত্রী রত্না বেগম (৩২) ও মেয়ে সানজিদাকে (৬) নিয়ে একটি ডায়াগনস্টিক সেন্টারে যান। ডাক্তার দেখিয়ে ফেরার পথে পায়ে হেঁটে রাস্তা পারাপারের সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল কোর্ট বিল্ডিং এলাকায় একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী ও কন্যা সানজিদা নিহত হন। কিন্তু ট্রাকের চাকায় পিষ্ট মায়ের পেট ফেটে রাস্তায় বের হয়ে আসে শিশুটি।’
তিনি আরও বলেন, অলৌকিকভাবে বেঁচে যাওয়া শিশুটি অপঘাতে জন্ম নিয়েই দেখলো দানব রাষ্ট্রের বর্বর মুখচ্ছবি! মায়ের বুকের উষ্ণতা ভাগ্যে না জুটলেও তার ঠাঁই হয়েছে ময়মনসিংহ সদরের সিবিএমসিবি কমিউনিটি হাসপাতালে। এ-ক্সরে রিপোর্ট অনুযায়ী শিশুটির ডান হাতের দুটি অংশ ভেঙে গেছে। এ দুঃসংবাদটি শোনার সঙ্গে সঙ্গে আমার মাকে ফোন দিয়ে শিশুটিকে দত্তক নেওয়ার কথা জানাই। মাও একবাক্যে রাজি হয়ে গেলেন। জন্মের আগেই মা-বাবা বোন হারানো অনাথ শিশুটিকে যদি তার আত্মীয়স্বজন দিতে রাজি হন আর কোনো আইনি জটিলতা না থাকে তাহলে আমি দত্তক নিতে চাই। শিশুটির নিকটাত্মীয় ও সংশ্লিষ্টদের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করছি।’