- আজ বুধবার
- ৩১শে বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ১৪ই মে ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৪ই জিলকদ ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০২ জানুয়ারি ২০২২ | ২:৫১ অপরাহ্ণ
দেশের নতুন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, ‘দুর্নীতি একটি ক্যান্সার। দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থায় কোনো কম্প্রোমাইজ নয়।’
আজ রবিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নবনিযুক্ত প্রধান বিচারপতিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও অ্যাটর্নি জেনারেলের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, ‘আঙুলে ক্যান্সার হলে যেমন কেটে ফেলতে হয়, দুর্নীতিও তেমনি। দুর্নীতি যেই করুক আমার কর্মকর্তা-কর্মচারী হলেও তাকে ছাড় দেওয়া হবে না।’
মামলাজট কমানো, বিচারবিভাগ থেকে দুর্নীতি দূর করা, বার ও বেঞ্চের মধ্যে সমন্বয়ে কাজ করারও কথা বলেন তিনি।