- আজ বুধবার
- ১০ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২৩শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ২২শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১৬ এপ্রিল ২০২২ | ৪:৪০ অপরাহ্ণ
নিজেদের ফ্ল্যাগশিপ ক্ষেপণাস্ত্র ক্রুজার মস্কোভা কিসের আঘাতে ডুবলো তা এখনও স্বীকার করেনি রাশিয়া। তবে মার্কিন কর্মকর্তাদের দাবি, ইউক্রেনের ছোড়া দুটি নেপচুন মিসাইলের আঘাতে বিধ্বস্ত হয়ে ডুবে গেছে রুশ জাহাজটি। শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
এর আগে রাশিয়া জানিয়েছে, ব্ল্যাক সি ফ্লিটের ফ্ল্যাগশিপ ক্ষেপণাস্ত্র ক্রুজার মস্কোভায় আগুন ধরে যাওয়ার পর ডুবে যায়। বিশাল যুদ্ধ জাহাজে থাকা ক্রুরা নিরাপদে চলে যান বলেও দাবি করে আসছে মস্কো।
এ প্রসঙ্গে ইউক্রেনের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আন্তন গেরাশচেঙ্কো দাবি করে বলেন, জাহাজটি বিস্ফোরণের পর আগুন ধরে যায়। জাহাজের ক্যাপ্টেন আন্তন কুপরিন নিহত হয়েছেন। যদিও নিজেদের ক্রু নিহতের সত্যতা নিশ্চিত করেনি মস্কো।
ফ্ল্যাগশিপ জাহাজ হচ্ছে, কোনও নৌ-বহরের নেতৃত্বদানকারী জাহাজ, যেটি অধিনায়ক ব্যবহার করে থাকেন। বহরের অন্যান্য জাহাজের তুলনায় ফ্ল্যাগশিপ জাহাজ সাধারণত খুবই দ্রুতগামী ও শক্তিশালী হয়। শত্রু পক্ষের ওপর হামলায় খুবই কার্যকরী এটি। ক্রুজার মস্কোভা ২০০০ সাল থেকে কৃষ্ণ সাগরে রুশ নৌবহরের নেতৃত্ব দিয়ে আসছিল।