• আজ রবিবার
    • ৫ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২০শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২২শে মহর্‌রম ১৪৪৭ হিজরি

    দেশের বৃহত্তর স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : টিআইবি পরিচালক

    দেশের বৃহত্তর স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : টিআইবি পরিচালক

    গাজীপুর টিভি ডেস্ক | ২৮ ডিসেম্বর ২০২৪ | ৭:৫৪ অপরাহ্ণ

    বিভিন্ন ইস্যুতে দেশের মানুষের মধ্যে মতপার্থক্য থাকলেও বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধ থাকতে হবে উল্লেখ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, সব বিষয়ে যদি সবার মতামত একই থাকতো তাহলে তাহলে এই পৃথিবী সবচেয়ে বিরক্তিকর জায়গা হতো। মতপার্থক্যের কারণেই কিন্তু দেশে বিভিন্ন পরিবর্তন এসেছে। তাই সবার মতপার্থক্য থাকলেও দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকতে হবে।

    শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে গাজীপুরের রাজেন্দ্রপুরের ব্রাক বিসিডিএমে টিআইবি আয়োজিত ৩ দিন ব্যাপী ‘ওয়ার্কশপ অন ডেটা জার্নালিজম’ এর সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ওয়ার্কশপে দেশের ২৫টি গণমাধ্যমের সংবাদ কর্মীরা অংশ নিয়েছেন।

    টিআইবি নির্বাহী পরিচালক বলেন, আমরা যে কাজগুলো করি সেগুলো সব সময়ই চ্যালেঞ্জিং এবং কঠিন। তবে আগের তুলনায় এখন কাজ করার সুযোগ তৈরি হয়েছে। তবে এখন যা হচ্ছে সেটি সামনে আরও ভালো হতে পারে। এক্ষেত্রে আমরা যা দেখছি এবং প্রচার করছি সেটি তথ্যভিত্তিক হতে হবে। আর অন্যায়ের সঙ্গে একবার কম্প্রোমাইজ করলে সারাজীবনই সেটি করতে হয়। পরবর্তী সময়ে সেখান থেকে নিজেকে সরিয়ে আনা কঠিন হয়ে পড়ে। এক্ষেত্রে নিজেদের পেশার মানদণ্ড অনুসরণ করতে হবে। আমরা যত বেশি সচেতন হতে পারব তত বেশি পেশাদারিত্ব বজায় রাখতে সক্ষম হব।

    তিনি বলেন, দেশের স্বার্থে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পেশাগত জায়গায় যদি আমরা ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করি তাহলে দুর্নীতি প্রতিরোধ করতে সক্ষম হবো। দুর্নীতি প্রতিরোধে টিআইবি ভবিষ্যতেও সাংবাদিকদের সঙ্গে থাকবে। এছাড়া দেশে ভবিষ্যতে ডেটা সাংবাদিকতার প্রচার-প্রসার এবং চর্চায় টিআইবির সহায়তা অব্যাহত থাকবে বলেও মন্তব্য করেন তিনি।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, টিআইবির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলাম, ডেপুটি কো-অর্ডিনেটর জাফর সাদিক।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১