• আজ সোমবার
    • ৩০শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
    • ১৪ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৬ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

    দেশের মাটিতে সাকিবের বিদায়ী ম্যাচের সম্ভাবনা কতটুকু?

    দেশের মাটিতে সাকিবের বিদায়ী ম্যাচের সম্ভাবনা কতটুকু?

    গাজীপুর টিভি ডেস্ক | ২৯ সেপ্টেম্বর ২০২৪ | ৬:৫৮ অপরাহ্ণ

    সাকিব আল হাসানের ক্রিকেট গুরু নাজমুল আবেদীন ফাহিমের পরিচয় এখন বিসিবি পরিচালকও। আগেও যেমন দেশের ক্রিকেটের নানা বিষয় নিয়ে বিশ্লেষণ করতেন, বোর্ড পরিচালক হওয়ার পরও সাংবাদিকদের অনুরোধে সমসাময়িক নানা বিষয় নিয়ে বক্তব্য রাখতে হচ্ছে তাকে। রবিবার (২৯ সেপ্টেম্বর) কথা বললেন শিষ্য সাকিবকে নিয়ে।

    অনেকের মতো তিনিও চান সাকিবের টেস্ট ক্যারিয়ারের বিদায়টা দেশের মাটিতেই হোক। কিন্তু সে পথ যে সহজ নয় সেটিও স্বীকার করলেন নাজমুল আবেদীন।

    ‘অনেকের মতো আমিও চাই যে ওর মতো একজন খেলোয়াড় দেশের মাটিতে খেলা শেষ করবে। এটা একটা কালচারাল ব্যাপার আছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই মুহূর্তে সে সম্ভাবনা দেখছি না, যদিও সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না। যদিও ক্রিকেট বোর্ড বলেছে যে ধরনের সিকিউরিটি সাকিব চাচ্ছে, যে ধরনের নিরাপত্তা সে চাচ্ছে, সেটা ক্রিকেট বোর্ডের পক্ষে স্বাভাবিকভাবে দেওয়া সম্ভব না।’

    ‘সরকার হয়তো ভিন্নভাবে ভাবতেও পারে। সেটার জন্য অপেক্ষা করতে হবে। ফাইনালি সরকারের সিদ্ধান্ত কী হয়। যেকোনো স্ট্যান্ড হতে পারে যে কোনোভাবে। সেটা যৌক্তিকতা আছে। যদি সরকার বলে ওকে নিরাপত্তা দেওয়া সম্ভব না, সেটাও যুক্তিসঙ্গত হবে। আবার তার মতো একজন খেলোয়াড়কে যদি রেসপেক্টটা দিতে চাই, সেটাও যুক্তিসঙ্গত।’

    অক্টোবরে সাউথ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে চেয়েছেন সাকিব। তার আগে নিশ্চয়তা চেয়েছেন বাংলাদেশে সিরিজ খেলে যুক্তরাষ্ট্রে ফিরতে পারবেন পরিবারের কাছে। সেইসঙ্গে আছে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হিসেবে বাংলাদেশে তার নিরাপত্তার প্রশ্নও।

    ঘরের মাঠে তার শেষ টেস্ট খেলার সম্ভাবনাই ক্ষীণ হয়ে আসছে ক্রমেই। তাকে হয়ত কানপুর টেস্ট খেলেই ফিরতে হবে যুক্তরাষ্ট্রে।

    কেননা রোববার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘খেলোয়াড় সাকিবের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করাই আছে। তবে ফ্যাসিস্ট সরকারের সংসদ সদস্য সাকিব আল হাসানের বিপক্ষে জনমনে তৈরি হওয়া ক্রোধের বিপরীতে নিরাপত্তা দেওয়ার নিশ্চয়তা চাওয়া অবান্তর।’

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১