- আজ মঙ্গলবার
- ৯ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২২শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ২১শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২৩ ফেব্রুয়ারি ২০২২ | ৫:০৭ অপরাহ্ণ
ইউক্রেন সীমান্তে আরও সেনা পাঠানোর খবরের মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জোর দিয়ে বলেছেন, তার দেশের স্বার্থ এবং নিরাপত্তা কোনও আলোচনার বিষয়বস্তু নয়। এক ভিডিও বার্তায় তিনি বলেন, রাশিয়া সব সময়ই সরাসরি এবং সৎ আলোচনার জন্য প্রস্তুত থেকেছে। তবে সামরিক বাহিনীর প্রতিও পূর্ণ আস্থা রয়েছে বলেও জানান তিনি।
রাশিয়ার ডিফেন্ডার অব দ্য ফাদারল্যান্ড দিবস উপলক্ষে দেওয়া ভাষণে ভ্লাদিমির পুতিন বলেন, ইউক্রেন ইস্যুতে কূটনৈতিক সমাধানের জন্য এখনও প্রস্তুত রয়েছে মস্কো। তবে পশ্চিমের সঙ্গে এই আলোচনায় রাশিয়ার স্বার্থ ও নিরাপত্তা আলোচনাযোগ্য নয় বলে জানান তিনি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জোর দিয়ে বলেন তিনি সব সময়ই সৎ আলোচনার প্রতি নিবেদিত ছিলেন।
রুশ সশস্ত্র বাহিনীর যুদ্ধ প্রস্তুতির প্রশংসা করে পুতিন বলেন, তিনি নিশ্চিত যে এই বাহিনীর সদস্যরা দেশের জাতীয় স্বার্থ রক্ষায় পাশে দাঁড়াবে।
উল্লেখ্য, ইউক্রেন সীমান্তের পাশে এখনও অবস্থান করছে রুশ সেনারা। গত ২৪ ঘণ্টায় বিভিন্ন স্যাটেলাইট ছবিতে দেখা গেছে পশ্চিম রুশ সীমান্তে নতুন করে সেনা ও সামরিক সরঞ্জাম মোতায়েন করা হয়েছে। এছাড়া ইউক্রেন সীমান্তের কাছে বেলারুশের একটি বিমানঘাঁটিতে শতাধিক যান প্রস্তুত থাকতে দেখা গেছে।