• আজ শনিবার
    • ২২শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
    • ৫ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৫ই শাওয়াল ১৪৪৬ হিজরি

    দেশে কোনো গণতান্ত্রিক সরকার নেই: কাদের মির্জা

    গাজীপুর টিভি ডেস্ক | ০৩ মে ২০২১ | ১১:৪৫ পূর্বাহ্ণ

    দেশে কোনো গণতান্ত্রিক সরকার নেই বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জা।

    রোববার নোয়াখালীর বসুরহাট পৌরসভা কার্যালয়ে মুছাপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে আর্থিক অনুদান বিতরণকালে তিনি এসব কথা বলেন।

    কাদের মির্জার দেওয়া বক্তব্য তার অনুসারী আইযুব আলীর ফেসবুক পেজ থেকে লাইভ করা হয়। পরে আইয়ুব আলী বক্তব্যটি তার পেজ থেকে সরিয়ে ফেলেন। তবে তার আগেই বক্তব্যটি অনেকের কাছে পৌঁছে যায়।

    কাদের মির্জা বলেন, ‘আজকে সরকারি কর্মচারীরা মনে করে তারা আওয়ামী লীগকে ক্ষমতায় আনছে। তারা ক্ষমতায় আনছে এটা সত্য। ভোট চুরি করছে ২৫ পারসেন্ট। রাত্রে কেন্দ্রে ভোট বাক্সে ঢুকাইছে। এটা সরকারি কর্মকর্তারা ঢুকাইছে না? এটা তো সত্য। এ জন্য তারা যা ইচ্ছা তাই করে। এ দেশে আমলাতান্ত্রিক সরকার আজকে দেশ পরিচালনা করছে।

    তিনি বলেন, আমি জেলের জন্য প্রস্তুত। আমাকে হুমকি দিচ্ছে, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে যেভাবে নির্যাতন করছে, আমাকে সেভাবে নির্যাতন করবে। আমারে বলছে, চুপ করি ঘরে বসে থাক। আমাকে বলছে নিজেকে প্রকাশিত করতেছ? আমাকে এমপির লোভ দেখাইছে, পদের লোভ দেখাইছে। না পারি বলেছে, যা ইচ্ছা তাই কর।’

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০