- আজ রবিবার
- ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০১ সেপ্টেম্বর ২০২১ | ৬:২৭ অপরাহ্ণ
আজ বুধবার (১ সেপ্টেম্বর) ১০ লাখ ডোজ ফাইজারের টিকা দেশে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের উপহারের টিকাগুলো নিয়ে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট বিকেল সাড়ে ৫টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিষয়টি নিশ্চিত করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম জানান, যুক্তরাষ্ট্র থেকে বিকেল ৫টা ৩০ মিনিটে ফাইজারের ১০ লাখ ডোজ টিকা দেশে পৌঁছে।
জানা গেছে, যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের জন্য পাঠানো ফাইজারের দ্বিতীয় চালান এটি। এর আগে গত ৩১ মে প্রথম এক লাখ ৬২০ ডোজ ফাইজারের টিকা দেশে আসে।