- আজ রবিবার
- ২৯শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
- ১৩ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৫ই মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৬ মে ২০২১ | ৭:২৯ অপরাহ্ণ
আইপিএল থেকে দেশে ফিরেছেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। ভারতীয় এক ভাড়া করা বিমানে আজ বিকেলে ঢাকায় পা রেখেছে দুজন। বিসিবির এক সূত্র এ তথ্য জানিয়েছে।
ভারত ফেরতদের ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন বাধ্যতামূলক। সাকিব-মোস্তাফিজকেও মানতে হবে সে নিয়ম। আইপিএল স্থগিত হয়ে গিয়েছে দলগুলোতে করোনার সংক্রমণ শুরু হওয়ায়। সাকিবের কলকাতা নাইটরাইডার্সের দুই ক্রিকেটারই জৈব আইপিএলের জৈব সুরক্ষা বলয়ে করোনায় আক্রান্ত হয়েছেন।
মে মাসের শেষে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। দলের যোগ দেওয়ার জন্য সাকিব-মোস্তাফিজের ১৯ মে দেশে ফেরার কথা ছিল। আইপিএল বন্ধ হয়ে গিয়ে সে আসাটা এগিয়ে এনেছে অনেকটাই।