• আজ বৃহস্পতিবার
    • ৮ই জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২২শে মে ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২১শে জিলকদ ১৪৪৬ হিজরি

    দেশে বর্তমানে একটা অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে: আ স ম রব

    দেশে বর্তমানে একটা অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে: আ স ম রব

    গাজীপুর টিভি ডেস্ক | ০৮ মার্চ ২০২৩ | ৮:২১ অপরাহ্ণ

    রাজধানীর সিদ্দিক বাজার বিস্ফোরণে হতাহতের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।

    বুধবার গণমাধ্যমে প্রেরিত এক শোক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

    বিবৃতিতে বলা হয়-‌‘বাংলাদেশে বর্তমানে একটা অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে। প্রতিদিন মানুষ নিহত হওয়া অর্থ্যাৎ অগ্নিকাণ্ড বা বিস্ফোরণ এখন একটি স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। এগুলোকে দুর্ঘটনা বলে সরকারের দায় দায়িত্ব অস্বীকার করার কোন সুযোগ নেই।

    উল্লেখ্য, গত বছরের ৪ জুন চট্টগ্রামের বিএম ডিপোতে বিস্ফোরণে ৫০ জন নিহত এবং ৬০ জনের মতো গুরুতর আহত হয়। চলতি বছরের গত ৪, ৫ এবং ৭ মার্চে একাধিক অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সিদ্দিক বাজারের বিস্ফোরণে ঘটনায় ১৯ জন প্রাণ হারিয়েছেন।

    এ ধরনের ঘটনা ঘটার পর তদন্তপূর্বক রহস্য উদঘাটন করতে হবে। যাতে পরবর্তীতে এ ধরনের ঘটনা আর না ঘটে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। দ্রুত নিরপেক্ষ তদন্ত করে সঠিক রহস্য উদঘাটন করে কাদের ব্যর্থতা তার নির্ধারণ করে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ এবং নিহত ও আহতদের ক্ষতিপূরণ নিশ্চিত করে জনগণকে অবহিত করতে হবে। সরকারের অব্যবস্থাপনাজনিত অবহেলায় আজ মানুষের জীবনের নিরাপত্তা নেই। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১