- আজ বৃহস্পতিবার
- ১১ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২৪শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ২৩শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ৩০ জুলাই ২০২২ | ১১:৩৫ পূর্বাহ্ণ
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, সত্যিকার অর্থেই দেশ আজ ভয়াবহ সংকটের দিকে অগ্রসর হচ্ছে। ক্ষমতাসীন সরকারের সীমাহীন দুর্নীতি, লুটপাট এবং অব্যবস্থাপনা দেশকে অন্ধকারে ঠেলে দিয়েছে। সরকারের পায়ের নিচে মাটি নেই। তারা দেশকে দেউলিয়াত্বের দিকে নিয়ে যাচ্ছে।
শুক্রবার রাজধানীর তোপখানা রোডে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় কমিটির জরুরি সভায় সভাপতির বক্তব্যে মাহমুদুর রহমান মান্না এসব কথা বলেন।
সভায় দেশের বর্তমান অর্থনৈতিক সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে দলের কেন্দ্রীয় কমিটির সদস্য এস এম এ কবীর হাসান এবং সাকিব আনোয়ারকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়। নাগরিক যুব ঐক্যের সভাপতি ইকবাল হোসেন সাম্য এবং সিরাজগঞ্জ জেলা নাগরিক ঐক্যের সদস্য সচিব মোকলেছুর রহমান সবুজকে দলের কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়।
মান্না বলেন, সরকার বরাবরই তথ্য গোপন করে আসছে। তারা জনগণকে বিভ্রান্ত করে এতদিন উন্নয়নের ডামাডোল বাজিয়েছে। এখন সেই গর্তে তারাই পড়েছে। দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ, জিডিপি, মাথাপিছু আয় নিয়ে তারা মিথ্যাচার করেছে, যার খেসারত দিচ্ছে জনগণ। বড় বড় বুলি আওড়ানো সরকার এখন লোনের জন্য আইএমএফ, বিশ্বব্যাংক, জাইকা, এডিবির দুয়ারে ঘুরছে। কিন্তু এতদিন মিথ্যাচার করায় সেই লোন পেতেও নানান শর্ত পূরণ করতে হবে। এই মূহূর্তে প্রয়োজন সকল রাজনৈতিক দলের সর্ববৃহৎ ঐক্য। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে দখলদার সরকারকে হটিয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করে দেশকে এই মহাসংকট থেকে উদ্ধার করতে হবে। জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।