- আজ রবিবার
- ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৭ এপ্রিল ২০২২ | ৪:৪৯ অপরাহ্ণ
ডারবান টেস্টের আগেই বাংলাদেশ ক্রিকেট দলের টেস্ট কাপ্তান মুমিনুল হক বলেছিলেন তিনি ইতিহাস গড়তে চান। তবে প্রথম টেস্টে ২২০ রানের বড় হারে সিরিজ জয় করে ইতিহাস গড়ার মুমিনুলের স্বপ্নটা এবার পূরণ হচ্ছে না। ব্যাটিং ব্যর্থতার ডারবানের কথা ভুলে টাইগারদের চোখ রাখতে হচ্ছে সামনের দিকে।
সিরিজের দ্বিতীয় টেস্টে কাল শুক্রবার সাউথ আফ্রিকার বিপক্ষে মাঠে নামছে মুমিনুলের দল। গতিতে ঝড় তোলা তাসকিন আহমেদ ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছেন। বিকল্প অপশন শরীফুল একই কারণে দেশে ফিরে এসেছেন। তবে ডারবান টেস্টের প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়া খালেদ আহমেদের সাথে এবাদত হোসেনকে পেস আক্রমণে পাচ্ছেন মুমিনুল।
সিরিজের শেষ টেস্টে ওপেনিংয়ে আসতে পারে একটা বদল, গেল ম্যাচে পেটের পীড়া ও ডায়রিয়ার কারণে খেলতে পারেননি তামিম ইকবাল খান। তবে শুক্রবারের ম্যাচে তামিমকে পেতে পারেন মুমিনুল। তামিম ফেরার দলেও ফিরতে পারে একটু স্বস্তি, কারণ ওপেনিংয়ে জয় লড়াকু ইনিংস খেললে সাদমান ইসলাম আস্থার প্রতিদান দিতে পারছেন না।
তাসকিনের ঘাটতি পোষাতে তৃতীয় সলিড বোলার হিসেবে স্পিনার তাইজুলকে মাঠে নামাতে হতে পারে। সাথে ডারবানে মহারাজ আর হারমারে স্পিনে নীল হওয়ার অভিজ্ঞতা তো টাইগারদের আছেই।