নদীর তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের প্রথমদিনে বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাঁচ মুসল্লির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে।
তারা হলেন শেরপুরের রামকৃষ্ণপুর গ্রামের মোহাম্মদ আবুল কালাম (৬৫), নেত্রকোনার কেন্দুয়ার কুতুবপুরের মো. আব্দুল হেলিম মিয়া (৬৫), দিনাজপুরের নবাবগঞ্জ থানার শিবনগর গ্রামের মোহাম্মদ জহির উদ্দিন (৭০)।
অপর দুই মুসল্লির পরিচয় এখনো পাওয়া যায়নি। এই পাঁচজনই বার্ধক্যজনিত কারণে মারা গেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ব ইজতেমার মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম।