- আজ মঙ্গলবার
- ৯ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২২শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ২১শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২২ মার্চ ২০২২ | ১:১৩ অপরাহ্ণ
দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির প্রতিবাদে ঢাকা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে বিএনপি। আজ মঙ্গলবার (২২ মার্চ) ঢাকা জেলা প্রশাসক মো. শহীদুল ইসলামের হাতে স্মারকলিপি তুলে দেন দলটির কয়েকজন নেতা।
এসময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, জেলা বিএনপির সভাপতি ডা. সালাহ উদ্দিন দেওয়ান, সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাকসহ অনেকে উপস্থিত ছিলেন।
স্মারকলিপি দেওয়ার প্রসঙ্গ রিজভী বলেন, ‘শুধু নিম্ন ও মধ্যবিত্ত মানুষ নয় সরকারি-বেসরকারি কর্মকর্তাও টিসিবির লাইনে দাঁড়াচ্ছেন। আজকে সংবাদপত্রে আছে মা এসে লাইনে দাঁড়াচ্ছে, মেয়ের বিয়ে হয়েছে সেও আরেক এলাকা থেকে এসে লাইনে দাঁড়াচ্ছে। এতে বুঝা যাচ্ছে শুধু দুর্ভিক্ষের ছায়া না, দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সক্ষমতা সরকারের নেই।’