• আজ বৃহস্পতিবার
    • ১লা জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
    • ১৫ই মে ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৪ই জিলকদ ১৪৪৬ হিজরি

    দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন খাদ্যমন্ত্রী

    গাজীপুর টিভি ডেস্ক | ১২ জানুয়ারি ২০২২ | ৬:০০ অপরাহ্ণ

    হঠাৎ জ্বর ও সর্দি-কাশি নিয়ে অসুস্থ হয়ে পড়ায় দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেছেন, আমার জন্য দোয়া করবেন যাতে করোনা পজিটিভ না হয়ে নেগেটিভ হয়।

    ‘দৈনিক বাংলার ডাক’ পত্রিকার যুগপূর্তি উদযাপন উপলক্ষে আজ বুধবার (১২ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় ভার্চুয়ালি অংশ নিয়ে এ কথা বলেন মন্ত্রী। আলোচনা সভায় তার সশরীরে অংশ নেওয়া কথা থাকলেও অসুস্থতার কারণে তিনি অংশ নিতে পারেননি।

    মন্ত্রী বলেন, আমার আশা ছিল একসঙ্গে অনুষ্ঠানে যোগ দেওয়ার। সময় দিয়েও আসতে পারেননি। এছাড়া আজ নওগাঁ যাওয়ার কথা ছিল, সেখানেও যাওয়া হয়নি। মঙ্গলবার (১১ জানুয়ারি) বিকেল থেকেই আমার মাথাব্যথা এবং শরীর খারাপ ছিল। আমি কোভিড টেস্ট করিয়েছিলাম কয়েকদিন আগে। গলাব্যথা, সর্দি, কাশি নিয়ে আমি সবার সামনে যাওয়া যুক্তিসঙ্গত মনে করিনি। আমার জন্য সবাই দোয়া করবেন যেন করোনা পজিটিভ না হয়।

    তিনি বলেন, এ পত্রিকাটি এক যুগ পার করছে। আমি আশা করি, পত্রিকাটি আরও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করবে। সত্য কথাগুলো তুলে ধরবে। পত্রিকাটি হলুদ সাংবাদিকতা বাদ দিয়ে অপপ্রচার করা থেকে বিরত থাকবে। এজন্য সেদিকে সবাইকে নজর রাখতে হবে।

    নতুন প্রজন্মের সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, নতুন প্রজন্মের যারা সাংবাদিকতা করছেন, তারা সবাই মিলে যদি এ দেশটাকে গড়তে চাই তাহলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় সবাইকে সমৃদ্ধশালী হতে হবে।

    দৈনিক বাংলার ডাক পত্রিকার সম্পাদক মো. মনোয়ার হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক ধর্ম ও পানিসম্পদমন্ত্রী এম নাজিম উদ্দিন আল আজাদসহ একাধিক ব্যক্তি।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১