• আজ বৃহস্পতিবার
    • ১১ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২৪শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২৩শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধাহীন দলের নিবন্ধন বাতিলের দাবি

    ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধাহীন দলের নিবন্ধন বাতিলের দাবি

    গাজীপুর টিভি ডেস্ক | ২৬ জুলাই ২০২২ | ১২:৪৩ অপরাহ্ণ

    ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধাহীন রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল চায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। একই সঙ্গে জনসমর্থনহীন রাজনৈতিক দলগুলোরও নিবন্ধন বাতিল চেয়েছে দলটি।

    আজ মঙ্গলবার (২৬ জুলাই) নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে অংশ নিয়ে দলটি এ প্রস্তাব দিয়েছে। দলটির মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দীর নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি দল সংলাপে অংশ নেন।

    দলটির পক্ষ থেকে দেওয়া প্রস্তাবে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার; সকল দলের সমান সুযোগ নিশ্চিতকরণ; প্রতীক বরাদ্দ থেকে নির্বাচন পরবর্তী এক সপ্তাহ পর্যন্ত ম্যাজিস্ট্রেসি ক্ষমতাসহ সেনাবাহিনী মোতায়েন; ইভিএমের পরিবর্তে ব্যালটেই ভোট গ্রহণ এবং প্রার্থীর এজেন্টদের উপস্থিতিতে ভোট গণনা ও ফলাফল ঘোষণার সুপারিশ করা হয়েছে।

    এছাড়াও নির্বাচন চলাকালে স্বরাষ্ট্র ও জনপ্রশাসন মন্ত্রণালয় নির্বাচন কমিশনের অধীনে রাখা; স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে ভোটারের সমর্থনসূচক স্বাক্ষর জমা দেওয়ার বিধান বাতিল; কেন্দ্র দখল, জাল ভোট প্রদান এবং ভোটারকে ভোটকেন্দ্রে আসতে বাধা প্রদানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ; জনমনে বিতর্ক ও প্রশ্ন সৃষ্টিকারী বক্তব্য প্রদান ইসিকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন; প্রবাসীদের ভোট প্রদান প্রক্রিয়ার আওতায় আনা এবং ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধাহীন ও জনসমর্থনহীন রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করার দাবি করেছে।

    নিবন্ধন বাতিলের প্রস্তাবে তারা বলেছ, বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম। সঙ্গত কারণে এ দেশে ইসলামী রাজনীতির চর্চা থাকাটা খুব স্বাভাবিক। সুতরাং ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধাহীন ও জনসমর্থনহীন রাজনৈতিক দলের নিবন্ধন বাতিলের আবেদন জানাচ্ছি।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০