• আজ মঙ্গলবার
    • ৬ই জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২০শে মে ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৯শে জিলকদ ১৪৪৬ হিজরি

    ধর্ষণচেষ্টার মামলা তুলে নিতে হুমকি, প্রতিবাদে মানববন্ধন

    গাজীপুর টিভি ডেস্ক | ০৩ সেপ্টেম্বর ২০২১ | ৬:০০ অপরাহ্ণ

    গাজীপুরের কালিয়াকৈরে আসামিপক্ষের লোকজনের বিরুদ্ধে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণচেষ্টার মামলা তুলে নিতে তার পরিবারকে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে আজ শুক্রবার সকালে মানববন্ধন করা হয়েছে।

    ‘ধর্ষণ মুক্ত সমাজ চাই, নিরাপদ জীবন চাই’- এ স্লোগানকে সামনে রেখে নয়াপাড়া যুব উন্নয়ন সংস্থার আয়োজনে উপজেলার সোনাতলা বাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ওই ছাত্রীর ভাই মাজহারুল ইসলাম বক্তব্যে বলেন, এ নির্যাতনের ঘটনার পর থেকে আমার বোন ঘর থেকে বের হতে পারছে না। কিন্তু গভীর রাতে ফিরোজ আহম্মেদসহ কয়েকজন প্রভাবশালী বোনকে ধর্ষণচেষ্টার মামলা তুলে নিতে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দিচ্ছে।

    ওই সংস্থার সহ-সভাপতি রফিকুল ইসলাম বলেন, এ মামলার আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে কঠিন বিচার করা হোক। এ ধরনের ঘটনা যেন আর কখনো না ঘটে। স্থানীয় ইউপি সদস্য আলাল উদ্দিন সরকার বলেন, মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও এখনো ধরা পড়ছে না। আসামিদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হোক।

    মামলার তদন্তকারী কর্মকর্তা ও ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে মামলা তোলে নিতে ভয়-ভীতি ও হুমকি দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১