- আজ বুধবার
- ১০ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২৩শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ২২শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১৭ মে ২০২২ | ৩:৫৯ অপরাহ্ণ
অর্থনৈতিক সঙ্কট মোকাবেলায় মরিয়া চেষ্টা চালাচ্ছে শ্রীলঙ্কা। এবার দেশটির নতুন প্রধানমন্ত্রী রণিল বিক্রমাসিংহে জানিয়েছেন, সরকারি বিমান সংস্থার বেসামরিকীকরণ করতে চায় তার সরকার।
১৯৪৮ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা পাওয়ার পর শ্রীলঙ্কার অর্থনীতির সবচেয়ে বেশি অবণতি হয়েছে।
দায়িত্ব নেওয়ার পর জাতির উদ্দেশে প্রথম বক্তৃতায় বিক্রমাসিংহে বলেন, লোকসানের মধ্যে থাকা শ্রীলঙ্কার বিমানসংস্থাকে ব্যক্তিগতখাতে দিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছি আমি।
লঙ্কান প্রধানমন্ত্রী আরও বলেন, ২০-২১ সালেই শুধু বিমানসংস্থাটির লোকসান হয়েছে ৪৫ বিলিয়ন রুপি। ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত বিমানসংস্থার মোট লোকসানের পরিমাণ ছিল ৩৭২ বিলিয়ন।