• আজ সোমবার
    • ৮ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২১শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২০শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    ধানুশের সঙ্গে বিচ্ছেদ ঘোষণার পর অসুস্থ ঐশ্বরিয়া, হাসপাতালে ভর্তি

    গাজীপুর টিভি ডেস্ক | ০২ ফেব্রুয়ারি ২০২২ | ৫:৫৭ অপরাহ্ণ

    করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের দক্ষীণী সিনেমার পরিচালক ঐশ্বরিয়া। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধানুশের সঙ্গে বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই বারবার খবরের শিরোনাম আসছেন ঐশ্বরিয়া। এবারে তার অসুস্থ হওয়ার খবর দিলেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের বড় মেয়ে নিজেই।

    ইনস্টাগ্রামে তিনি লিখলেন, “সমস্ত সাবধানতা মেনেও কোভিডে আক্রান্ত হয়েছি। ভর্তি হয়েছি হাসপাতালে। দয়া করে সবাই মাস্ক পরুন এবং করোনার টিকা নিন। ২০২২ আর কী কী জমিয়ে রেখেছে আমাদের জন্য, দেখাই যাক না।”

    লেখার সঙ্গে নিজের একটি ছবিও পোস্ট করেছেন ঐশ্বরিয়া। শুয়ে রয়েছেন বিছানায়।
    গত মাসে ধানুশ ও ঐশ্বরিয়া নিজেদের বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন টুইটার এবং ইনস্টাগ্রামে। শোনা গেছে, রজনীকান্ত নিজের মেয়ের ঘর ভাঙার পর মানসিক অবসাদে রয়েছেন। বারবার চেষ্টা করেছেন জামাইয়ের সঙ্গে দেখা করে মিটমাট করিয়ে দিতে। কিন্তু ধানুশ দেখা করতেই রাজি হননি।

    অন্যদিকে ধানুশের বাবা দক্ষিণী পরিচালক কস্তুরী রাজা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এই বিবাহ বিচ্ছেদের ঘোষণার কারণ ‘পারিবারিক বিবাদ’। তারা নিজেরা কথাবার্তা বলে এই বিবাদ মিটিয়ে নেওয়ার চেষ্টা করছেন। ধানুশ ও তার পুত্রবধূকে আলাদা হতে দেবেন না বলেই দাবি করেছিলেন তিনি।

    এর মধ্যে প্রেমদিবস উপলক্ষে ঐশ্বরিয়া একটি গানের ভিডিও শুট করতে শুরু করেছিলেন হায়দরাবাদে। তারপরই করোনা আক্রান্ত হন তিনি।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০