• আজ বৃহস্পতিবার
    • ১১ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২৪শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২৩শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    নজিরবিহীন অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছে পাকিস্তান

    নজিরবিহীন অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছে পাকিস্তান

    গাজীপুর টিভি ডেস্ক | ১৬ জানুয়ারি ২০২৩ | ১২:৪৮ অপরাহ্ণ

    পরমাণু শক্তিধর দেশ হয়েও ভিক্ষা করা পাকিস্তানের জন্য লজ্জার বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

    শনিবার পাকিস্তান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের (পিএএস) প্রবেশনারি অফিসারদের পাসিং-আউট অনুষ্ঠানে বক্তব্যে শাহবাজ শরিফ এই মন্তব্য করেন। তিনি বলেন, বিদেশিদের কাছে আরও ঋণ চাওয়ার বিষয়টি সত্যিই তাকে বিব্রত করেছে। ঋণ নেওয়া কোনো সমধান নয় উল্লেখ করে তিনি বলেন, কারণ এটা পুনরায় পরিশোধ করতে হবে।

    পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন করা সম্ভব এবং বিদেশি ঋণও এড়ানো সম্ভব যদি বাস (দেশ) দ্রুত গতিতে’ এবং সঠিক পথে চলে। এ সময় তিনি ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর নিন্দা জানিয়ে বলেন, অতীতে ‘বিশৃঙ্খলা এবং বিক্ষোভে সময় নষ্ট করা হয়েছে’।

    পাকিস্তান অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে সে বিষয়ে নিজের দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করতে গিয়ে শাহবাজ শরিফ দুঃখ প্রকাশ করে বলেন, বিগত ৭৫ বছরে পাকিস্তানের ক্ষমতায় থাকা সরকারগুলো অর্থনৈতিক সমস্যাগুলো নির্ধারণ বা সমাধান করতে পারেনি।

    নিজের সাম্প্রতিক সংযুক্ত আরব আমিরাতে সফরের কথা উল্লেখ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ অত্যন্ত সদয়ভাবে পাকিস্তানকে আরও ১ বিলিয়ন মার্কিন ডলার ঋণ দেওয়ার ঘোষণা দিয়েছেন। একই অনুষ্ঠানে তিনি সৌদি আরবের আর্থিক সহায়তারও প্রশংসা করেন।

    উল্লেখ্য, নজিরবিহীন অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছে পাকিস্তান। দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ তলানিতে ঠেকেছে। খেলাপি হওয়ার হাত থেকে বাঁচতে পাকিস্তানকে বিদেশি সহায়তার দিকে তাকিয়ে থাকতে হচ্ছে।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০