• আজ শুক্রবার
    • ২১শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
    • ৪ঠা এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৩রা শাওয়াল ১৪৪৬ হিজরি

    নতুন অ্যাম্বুলেন্স পেল কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

    গাজীপুর টিভি ডেস্ক | ২৪ ফেব্রুয়ারি ২০২২ | ৬:৪০ অপরাহ্ণ

    আজ বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে আনুষ্ঠানিকভাবে অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি।

    উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এম মনজুর-এ-এলাহীর সভাপতিত্বে অনুষ্ঠানে কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসসাদিকজামান, পৌর মেয়র এস এম রবীন হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচ এম আবু বকর চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

    মেহের আফরোজ চুমকি বলেন, স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য সরকার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। করোনাকালীন সময়ে সবাইকে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসার জন্য নেওয়া হয়েছে বিশেষ পদক্ষেপ। হাসপাতালগুলোতে অক্সিজেনের ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০