• আজ শুক্রবার
    • ৫ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ১৮ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৭ই শাওয়াল ১৪৪৬ হিজরি

    নতুন ওয়েব সিরিজে চুক্তিবদ্ধ হয়েছেন পরীমণি

    নতুন ওয়েব সিরিজে চুক্তিবদ্ধ হয়েছেন পরীমণি

    গাজীপুর টিভি ডেস্ক | ০৩ অক্টোবর ২০২৩ | ৬:৪৩ অপরাহ্ণ

    মা হওয়ার পর দুই বছর কাজ থেকে দূরে ছিলেন জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। সেই বিরতি কাটিয়ে এখন কাজে নিয়মিত হচ্ছেন। এর মধ্যে যুক্ত হচ্ছেন একাধিক নতুন চলচ্চিত্রে।

    সন্তান জন্মদানের পর বেশকিছু সময় ক্যামেরার আড়ালে ছিলেন তিনি। মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে ফের কাজে ফিরেছেন। সিনেমার পাশাপাশি নিয়মিত হচ্ছেন ওটিটিতেও। ইতোমধ্যে ওয়ব সিরিজ “পাফ ড্যাড”এ দেখা গেছে।

    এখন তার ক্যারিয়ারে নতুন ইনিংস শুরু হচ্ছে। গত সোমবার নতুন একটি ওয়েব সিরিজে চুক্তিবদ্ধ হয়েছেন। সিরিজটি নির্মাণ করবেন অনম বিশ্বাস। কিঙ্কর আহসানের উপন্যাস ‘রঙিলা কিতাব’ অবলম্বনে নির্মিত হবে সিরিজটি। যেখানে উঠে আসবে ভালোবাসা, অতীত অপরাধ ইত্যাদির সমন্বয়ে এক উপাখ্যান। চলতি মাসের শেষ সপ্তাহে সিরিজটির শুটিং শুরু হবে বলে জানা যায়।

    এছাড়া গত মাসে নতুন দুটি সিনেমায় যুক্ত হয়েছেন পরী। একটি সরকারি অনুদানপ্রাপ্ত ‘ডোডোর গল্প’, নির্মাতা রেজা ঘটক। অপরটি ‘খেলা হবে’, পরিচালনায় তানমি রহমান অংশু। এর আগে পরী চুক্তিবদ্ধ হন রায়হান রাফির ‘মায়া’ সিনেমায়।

    সংসারের ব্যস্ততার কারণে কাজ কম করছিলেন। সংসারেই মনোযোগ বেশি দিতে চেয়েছিলেন, তবে শেষ পর্যন্ত সংসার টিকিয়ে রাখতে পারেননি। গত ১৮ সেপ্টেম্বর রাজকে বিবাহ বিচ্ছেদের নোটিশ পাঠান পরী।

    উল্লেখ্য, ২০২২ সালের ১০ জানুয়ারি রাজ-পরীর সম্পর্ক প্রকাশ্যে আসে। তারপর ২২ জানুয়ারি উভয় পরিবারের সদস্যদের উপস্থিতিতে ১০১ টাকার দেনমোহরে ঘরোয়া আয়োজনে তাদের বিবাহ সম্পন্ন হয়। ২১ জানুয়ারি তাদের গায়ে হলুদের অনুষ্ঠান হয়।

    রাজের সঙ্গে সংসারজীবনের ১০ মাসের মাথায় তার কোল জুড়ে আসে সন্তান। এর একদিন পর ছেলের ছবিসহ নাম প্রকাশ করেন পরী। তিনি জানান, রাজের সঙ্গে মিল রেখে ছেলের নাম রেখেছেন শাহীম মুহাম্মদ রাজ্য।

    গত ১০ আগস্ট তাদের একমাত্র সন্তানের এক বছর পূর্ণ হয়। সন্তান শাহীম মুহাম্মদ রাজ্যকে ঘিরে তারা আবার অলোচনায় আসেন। হঠাৎ চাউর হয়, স্বামী শরীফুল রাজের উপর ক্ষিপ্ত হয়ে সন্তানের নাম বদলে ফেলেছেন পরী। যদিও এ বিষয়ে পরী জানান ভিন্ন কথা।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০