• আজ সোমবার
    • ২৪শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
    • ৭ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৬ই শাওয়াল ১৪৪৬ হিজরি

    নতুন দিনের স্বপ্ন দেখছে টাইগাররা

    নতুন দিনের স্বপ্ন দেখছে টাইগাররা

    গাজীপুর টিভি ডেস্ক | ০৭ জুন ২০২৪ | ৩:২২ অপরাহ্ণ

    পেছনে ফেলে আসা অতীত ভুলে যাওয়াই শ্রেয়, বিশেষ করে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে। কারণ টুর্নামেন্ট ইতিহাসে কিছু বিচ্ছিন্ন জয় ছাড়া ভালো তেমন কোনো স্মৃতিই নেই বাংলাদেশ দলের। এমনকি সাম্প্রতিক অতীতেও দলের সঙ্গী ছন্নছাড়া পারফরম্যান্স। তাই তো অতীত ভুলে নতুন দিনের স্বপ্ন দেখছে টিম টাইগার্স।

    শনিবার (৮ জুন) বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ। প্রতিপক্ষ শ্রীলঙ্কা। টেক্সাসের ডালাসে গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায়। তার আগে, আজ শুক্রবার (৭ জুন) ম্যাচ পূববর্তী সংবাদ সম্মেলনে দলের প্রত্যাশা, খেলোয়াড়দের অবস্থান সবকিছু কথা বলেন শান্ত।

    দৃঢ় কণ্ঠে বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘‘সাম্প্রতিক সময়ে টপ অর্ডাররা ভালো করেনি বা করছে না। কিন্তু কালকের দিনটা পুরোপুরি নতুন দিন এবং আপনি যেটা বললেন অনুশীলনে যার যে জায়গায় সমস্যা আছে সবাই শতভাগ দিচ্ছে। উন্নতির জায়গা যদি বলেন অবশ্যই আগের জায়গা থেকে সবাই ভালো অবস্থায় আছে।’

    শান্ত যোগ করেন, ‘আগে কী হয়েছে এটা চিন্তা না করে কালকে একটা নতুন দিন। কালকে আমরা কেউই জানি না কে ভালো খেলবে, কে খারাপ খেলবে। নতুন দিনটায় আমার মনে হয় যে থিতু হবে, ভালো শুরু করবে তার খুব বড় দায়িত্ব খেলাটা কীভাবে শেষ করছে। আশা করছি যেভাবে আমাদের ব্যাটাররা প্রস্তুতি নিয়েছে ওইটা যদি বাস্তবায়ন করতে পারে তাহলে ভালো ম্যাচ হবে।’

    দল সেরা উপায়ে প্রস্তুত আছে বলেই মনে করেন শান্ত। তার কথায়, ‘সবাই ভালোভাবে প্রস্তুত। আমার মনে হয় সুযোগ-সুবিধা যতটুকু ছিল ওইটা আমরা পুরোটা নেয়ার চেষ্টা করেছি। ভালো-খারাপ থাকবেই কিন্তু এর ভেতর থেকে যতটুকু ভালো জিনিসটা নেয়া যায়, অনুশীলন থেকে ওই জিনিসটা আমরা নেয়ার চেষ্টা করেছি। আমি মনে করি যে খুব ভালোভাবে খেলোয়াড়রা প্রস্তুত আছে।’

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০