• আজ বৃহস্পতিবার
    • ৮ই জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২২শে মে ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২১শে জিলকদ ১৪৪৬ হিজরি

    নতুন প্রজন্মকে দেশপ্রেমের শিক্ষা দিতে হবে: কাজী ফিরোজ রশিদ

    নতুন প্রজন্মকে দেশপ্রেমের শিক্ষা দিতে হবে: কাজী ফিরোজ রশিদ

    গাজীপুর টিভি ডেস্ক | ২২ ফেব্রুয়ারি ২০২৩ | ৮:২৫ অপরাহ্ণ

    জাতীয় পার্টির কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ বলেছেন, অর্থ ছাড়া বর্তমানে কিছুই হয় না, মেধা যেন মূল্যহীন।

    তিনি বলেন, টাকা ছাড়া চাকরি মিলছে না। সভা-সমাবেশ করতে টাকা দিয়ে লোক আনতে হয়, এমনকি মিলাদে অংশগ্রহণ করাতেও টাকা দিয়ে লোক ভাড়া করতে হয়।

    বুধবার রাজধানীর টিকাটুলিতে মিতালী বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
    সাবেক মন্ত্রী কাজী ফিরোজ রশিদ আরও বলেন, আমরা যারা ভাষার জন্য সংগ্রাম করেছি, স্বাধীনতার যুদ্ধ করেছি কোনো কিছুর বিনিময়ে করিনি। এ সংস্কৃতি থেকে বের হতে হবে। নতুন প্রজন্মকে দেশপ্রেমের শিক্ষা দিতে হবে, সৎ মানুষ হবার অনুপ্রেরণা দিতে হবে।

    তিনি বলেন, ভাষা সৈনিকরাই স্বাধীনতা যুদ্ধের বীজ রোপণ করেছিলেন। যারা ভাষার জন্য শহীদ হয়েছেন তাদের বেদীতে কেন আজ হানাহানি। আজ তাদের স্মৃতিসৌধেও পেশীশক্তির ব্যবহার হচ্ছে। পুষ্প দেওয়ার প্রতিযোগিতায় দুর্বলের ওপর সবলেরা ঝাপিয়ে পড়ছে। সেখানেও ক্ষমতার অপব্যবহার। এগুলো কিসের আলামত?

    কাজী ফিরোজ বলেন, স্বাধীনতার পরের প্রজন্মকে সঠিক ইতিহাস জেনে বড় হতে হবে। কিন্তু দুঃখের বিষয় আজ কোমলমতি শিশুদের মাঝে বিভ্রান্তি ছড়ানো অপচেষ্টা চলছে। পাঠ্যপুস্তুকে অপ্রয়োজনীয় ও বিতর্কিত বই সরবরাহ করা হচ্ছে। আমরাওতো যুগ যুগ ধরে পড়ে এসেছি, কই আমাদেরতো কোনো অসুবিধা হয়নি। হঠাৎ করে কি উদ্দেশে কারা এই অপকর্মে লিপ্ত হচ্ছেন, এতে কারা জড়িত? এদেরকে কেন বিচারের আওতায় আনা হলো না প্রশ্ন রাখেন তিনি।

    স্থানীয় মহিলা ওয়ার্ড কাউন্সিলর লাভলী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মিতালী বিদ্যাপীঠের প্রধান শিক্ষিকা শাহীন আরা নাসরিন, বিদ্যালয়ের গভর্নিং বোর্ডের সদস্য আবু নাসের সিদ্দিক, হাজী ফারুক, মনির হোসেন শাহীন, সাগুপ্তা সুলতানা, প্রকাশ কুমার সরকার প্রমুখ।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১