- আজ রবিবার
- ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১৬ ডিসেম্বর ২০২১ | ২:২৫ অপরাহ্ণ
বগুড়ার নন্দীগ্রামে বিজয় দিবসের কর্মসূচিতে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মাঝে উত্তেজনা এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। এ সময় বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। আজ বৃহস্পতিবার সকালে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় সংঘটিত এ ঘটনার জন্য দুটি সংগঠন একে অপরকে দায়ী করে বিজয় দিবসের কর্মসূচি বর্জন করেছে।
এ বিষয়ে নন্দীগ্রাম থানার ওসি আবুল কালাম আজাদ জানান, কে কার ওপর হামলা করেছে তা পুলিশের জানা নেই। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেলে পরিস্থিতি শান্ত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলামের নেতৃত্বে নেতাকর্মীরা উপজেলা পরিষদ চত্বরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে যান। একই সময় বগুড়া-৪ আসনের বিএনপির সংসদ সদস্য মোশারফ হোসেনের নেতৃত্বে নেতাকর্মীরা সেখানে শ্রদ্ধা নিবেদনে যান। সে সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে স্লোগান দেন। তখন আওয়ামী লীগের নেতাকর্মীরা উত্তেজিত হয়ে উঠলে বিএনপির নেতাকর্মীরা দ্রুত শ্রদ্ধা নিবেদন শেষে বাসস্ট্যান্ড এলাকায় ফিরে আসেন। তারা একটি হোটেলে বসে নাশতা করতে থাকেন। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা বাসস্ট্যান্ড চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করতে আসেন। তারা দলীয় স্লোগান দিলে হোটেলে থাকা বিএনপির নেতাকর্মীরাও স্লোগান দেন। এতে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয় এবং ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। পরে ইট-পাটকেল নিক্ষেপ ও সংঘর্ষ হয়। সেখানে ১৫-২০টি মোটরসাইকেল ভাঙচুর এবং বুড়ইল ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহাগ হোসেনকে (২৬) ছুরিকাঘাত করা হয়। দু’পক্ষে আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। খবর পেয়ে নন্দীগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
বিএনপির সংসদ সদস্য মোশারফ হোসেন দাবি করেন, থানার ওসির প্রত্যক্ষ মদতে আওয়ামী লীগের সন্ত্রাসীরা উসকানি ছাড়াই তার নেতাকর্মীদের ওপর হামলা চালান। হামলায় উপজেলা বিএনপির আহ্বায়ক জহুরুল ইসলাসহ সাত জন আহত হয়েছেন। এ সময় পুলিশের কাছে নিরাপত্তা চেয়ে ব্যর্থ হয়েছেন তারা। এ কারণে উপজেলা প্রশাসন বিজয় দিবসের কর্মসূচি বর্জন করেছে।
অপরদিকে নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম দাবি করেন, বিএনপির নেতাকর্মীরা হোটেল থেকে খালেদা জিয়া ও তারেক রহমানের মুক্তির দাবিতে স্লোগান দিয়ে তাদের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করেন। পুলিশের কোনও সহযোগিতা না পেয়ে নেতাকর্মীরা প্রতিহত করতে গেলে দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে তাদের তিন-চার জন নেতাকর্মী আহত হয়েছেন।
নন্দীগ্রাম থানার ওসি জানান, বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা একে অপরের ওপর হামলার দাবি করছেন। ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি। পরে জানা গেছে, দু-তিন জন আহত হয়েছেন। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
তিনি বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সহযোগিতা না করার অভিযোগ অস্বীকার করেন।