• আজ শুক্রবার
    • ৯ই জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২৩শে মে ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২৩শে জিলকদ ১৪৪৬ হিজরি

    নবজাতক হত্যা!

    গাজীপুর টিভি ডেস্ক | ২৬ এপ্রিল ২০২১ | ৪:৩৪ অপরাহ্ণ

    গাজীপুর সদরের মনিপুর তালতলি এলাকায় টয়লেট থেকে সদ্য প্রসব হওয়া এক অজ্ঞাত নবজাতকের লাশ উদ্ধার করার সংবাদ পাওয়া গেছে। উদ্ধার হওয়া নবজাতকের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানায় পুলিশ।

    জানা যায়, রোববার সকালে স্থানীয় লোকজন প্লাস্টিকের বস্তায় মোড়ানো রক্তাক্ত অবস্থায় নবজাতকের মৃতদেহ দেখতে পেয়ে বাসার মালিক সাত্তার কাজীকে খবর দেন। তিনি এসে তড়িঘড়ি করে বাসা থেকে প্রায় দুই কিলোমিটার জঙ্গলের ভিতরে নিয়ে নবজাতকের লাশ দাফন করেন।

    লাশ দাফনের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নবজাতকের লাশ উদ্ধার করে নিয়ে আসেন। পরে ওই নবজাতকের লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

    এ বিষয়ে সাত্তার কাজীর সঙ্গে ফোনে কথা বলার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

    জয়দেবপুর থানার এসআই মো. মিরাজ আহমদ বলেন, নবজাতকের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে- জন্মের পর মাথায় আঘাত করে নবজাতকের মৃত্যু নিশ্চিত করে লাশ গুম করার চেষ্টা করা হয়। আর এ ঘটনায় সাত্তার কাজী জড়িত বলে এলাকাবাসী জানান।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১