• আজ শনিবার
    • ২২শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
    • ৫ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৪ঠা শাওয়াল ১৪৪৬ হিজরি

    নরসিংদীতে সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

    নরসিংদীতে সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

    গাজীপুর টিভি ডেস্ক | ১০ অক্টোবর ২০২৪ | ৫:৪০ অপরাহ্ণ

    নরসিংদীতে সড়কের পাশ থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে নরসিংদী সদর উপজেলার মধ্যশীলমান্দী এলাকার সড়কের পাশে পড়ে থাকা মরদেহটি উদ্ধার করা হয়। প্রথমিকভাবে নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

    পুলিশ ও স্থানীয়রা জানায়, মধ্যশীলমান্দি সড়কের পাশে এক যুবকের মরদেহ পরে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করে মরদেহ ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।

    শেখেরচর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নাহিদুল ইসলাম জানান, অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ধারণা করা হচ্ছে তাকে অন্য কোথাও হত্যা শেষে এই নির্জন স্থানে ফেলে গেছে দুর্বৃত্তরা। আমরা নিহতের পরিচয় শনাক্তের পাশাপাশি হত্যাকারীদের শনাক্ত করতে কাজ করছি। পরে বিস্তারিত বলা যাবে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০