• আজ বৃহস্পতিবার
    • ৮ই জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২২শে মে ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২১শে জিলকদ ১৪৪৬ হিজরি

    নর্থ মেসিডোনিয়ায় নাইটক্লাবে অগ্নিকাণ্ড, নিহত ৫১

    নর্থ মেসিডোনিয়ায় নাইটক্লাবে অগ্নিকাণ্ড, নিহত ৫১

    গাজীপুর টিভি ডেস্ক | ১৬ মার্চ ২০২৫ | ৩:৪৩ অপরাহ্ণ

    নর্থ মেসিডোনিয়ায় একটি নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৫১ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও প্রায় ১০০ জন।

    রবিবার (১৬ মার্চ) মধ্যরাতের পর ভোরের দিকে একটি নাইটক্লাবে আগুন ছড়িয়ে পড়লে হতাহতের এই ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা এপি।

    প্রতিবেদনে বলা হয়, রোববার ভোরে নর্থ মেসিডোনিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর কোচানির একটি নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫১ জন নিহত এবং আরও প্রায় ১০০ জন আহত হয়েছেন বলে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী পাঞ্চে তোশকোভস্কি এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন।

    তোশকোভস্কি বলেন, স্থানীয় একটি পপ গ্রুপের কনসার্ট চলাকালীন ভোররাত ২:৩৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়। নাইটক্লাবে যাওয়া তরুণরা আতশবাজি ব্যবহার করছিলেন, যার ফলে ছাদে আগুন ধরে যায়।

    সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে নাইটক্লাবের ভেতরে বিশৃঙ্খলা দেখা যায়।

    পরিবারের সদস্যরা হাসপাতাল এবং কোচানির শহর অফিসের সামনে জড়ো হয়ে কর্তৃপক্ষের কাছে আরও তথ্যের জন্য অনুরোধ করছেন। তোশকোভস্কি বলেন, পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে, কিন্তু ওই ব্যক্তির জড়িত থাকার বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানায়নি।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১