• আজ মঙ্গলবার
    • ৯ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২২শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২১শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    নাইজারে সশস্ত্র বিদ্রোহীদের হামলায় ২৯ সেনা নিহত

    নাইজারে সশস্ত্র বিদ্রোহীদের হামলায় ২৯ সেনা নিহত

    গাজীপুর টিভি ডেস্ক | ০৩ অক্টোবর ২০২৩ | ৪:৫৮ অপরাহ্ণ

    পশ্চিম আফ্রিকার দেশ প্রায়ই বিভিন্ন সংঘর্ষের ঘটনা ঘটে। এবার নাইজারের পশ্চিমাঞ্চলে সন্দেহভাজন সশস্ত্র গোষ্ঠীর হামলায় দেশটির ২৯ সৈন্য নিহত হয়েছে।

    সোমবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। এমন মর্মান্তিক হত্যার ঘটনায় দেশটিতে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে।

    টেলিভিশনে প্রচারিত মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, শতাধিক সন্ত্রাসী সৈন্যদের লক্ষ্য করে ব্যাপক হামলা চালায়। তারা এ ভয়াবহ হামলায় বিভিন্ন বিস্ফোরক ডিভাইস এবং কামিকাজ গাড়ি ব্যবহার করে। সেখানে হামলায় দুই সৈন্য মারাত্মকভাবে আহত হয়েছে। সৈন্যদের অভিযানে বেশ কিছু সন্ত্রাসীও নিহত হয়।

    মন্ত্রণালয় জানায়, ওই অঞ্চলে ইসলামিক স্টেট গ্রুপের হুমকি মোকাবেলায় সামরিক বাহিনীর অভিযান চলাকালে দেশটির মালি সীমান্তের কাছে সশস্ত্র গোষ্ঠীর এমন হামলার ঘটনা ঘটে।

    মন্ত্রণালয় আরও জানায়, সন্ত্রাসীরা যোগাযোগের বিভিন্ন ব্যবস্থার ক্ষেত্রে বাধার সৃষ্টি করে। তারা আরও জানায়, এক্ষেত্রে হামলাকারীরা বাইরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিশেষ সুবিধা লাভ করে। এ ব্যাপারে বিস্তারিত আর কিছু বলা হয়নি।

    এক দশকেরও বেশি সময় ধরে আফ্রিকার সাহেল অঞ্চলে সশস্ত্র গোষ্ঠী ব্যাপকভাবে সক্রিয় রয়েছে। ২০১২ সালে মালির উত্তরাঞ্চলে তাদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। পরে ২০১৫ সালে তারা প্রতিবেশি দেশ নাইজার ও বুরকিনা ফাসোতে ছড়িয়ে পড়ে।

    সূত্র: আল-জাজিরা

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০