- আজ বুধবার
- ১০ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২৩শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ২২শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২৪ মে ২০২২ | ৩:০৪ অপরাহ্ণ
নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বর্নো রাজ্যে বন্দুকধারীর হামলায় ৫০ জন নিহত হয়েছেন। গতকাল রবিবার রান শহরে চালানো এ হামলায় ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও অনেকে।
প্রত্যক্ষদর্শীর বরাতে এ খবর দিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
বর্নো রাজ্যে জঙ্গি গোষ্ঠী বোকো হারামের নেতৃত্বে একযুগের বেশি সময় ধরে সশস্ত্র তৎপরতা চলছে। এ পর্যন্ত বিভিন্ন হামলায় সাড়ে তিন লাখ মানুষ প্রাণ হারিয়েছেন, বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ মানুষ।
রবিবারের হামলার জন্যও স্থানীয় বাসিন্দারা বোকো হারামকেই দায়ী করেছেন। তবে এখনও কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।
আরন টম নামের স্থানীয় এক কৃষক জানান, খামারে কাজ করার সময় স্থানীয়দের হত্যা করা হয়েছে। রানে এলাকায় নিহত ৫০ জনকে সমাহিত করা হয়। এসব মানুষেরা বর্ষা মৌসুম শুরুর হওয়ার আগেই নিজেদের জমি চাষ উপযোগী করার জন্য পরিষ্কার করতে গিয়েছিলেন। আরেক দল গিয়েছিল জ্বালানি সংগ্রহ করতে।