- আজ শুক্রবার
- ২০শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
- ৪ঠা জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ৬ই মহর্রম ১৪৪৭ হিজরি
| ৩০ জুলাই ২০২১ | ৯:৩৬ পূর্বাহ্ণ
গাজীপুরে নৌকা ডুবির পর নাতিকে বাঁচাতে গিয়ে দাদার মৃত্যুর খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার দুপুরে ১২টার দিকে কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের করান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুবল বেঞ্জামিন ক্রুশ (৭০) এলাকার মৃত মংলা আন্তনি ক্রুশের ছেলে।
নিহতের মেয়ে কল্পনা রোজারিও জানান, তার বাবা নৌকাযোগে নাতি প্রিপেলে ক্রুশকে (১০) সঙ্গে নিয়ে সকাল সাড়ে ৬টার দিকে মাছ ধরতে তাদের বাড়ির পাশের বিলে যান।
“বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে হঠাৎ নৌকা ডুবে যায়। এ সময় বাবা প্রিপেলেকে বাঁচানোর চেষ্টা করে নিজেই পানিতে ডুবে যায়।”
স্থানীয়রা তাদের উদ্ধার করে। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাবাকে মৃত ঘোষণা করেন। তবে প্রিপেল বেঁচে গেছে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |