• আজ মঙ্গলবার
    • ৩০শে বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ১৩ই মে ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১২ই জিলকদ ১৪৪৬ হিজরি

    নানা কর্মসূচীর মধ্য দিয়ে নিউইয়র্কে জাতীয় শোক দিবস পালন

    গাজীপুর টিভি ডেস্ক | ১৭ আগস্ট ২০২১ | ৯:৩৩ পূর্বাহ্ণ

    বঙ্গবন্ধুর খুনি ক্যালিফোর্নিয়ায় বসবাসরত রাশেদ চৌধুরীকে বাংলাদেশে ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে যুক্তরাষ্ট্রের মুজিব সৈনিকরা। নিউইয়র্কের জ্যাকসন হাইটসে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন, এ তথ্য জানান প্রধান অতিথি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ডা. মাসুদুল হাসান।

    জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্ট রোববার দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় এ অনুষ্ঠান আয়োজন করা হয়। আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরীর পরিচালনায় সভার সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সভাপতি রফিকুর রহমান রফিক।

    শোক পালন কর্মসূচির মধ্যে ছিল মহান মুক্তিযুদ্ধ ও সব গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের স্মরণে নীরবতা পালন, জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে হাজারো প্রবাসীদের মধ্যে খাবারের প্যাকেট বিতরণ করা হয়।

    অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমিন বাবু, কার্যনির্বাহী সদস্য গোলাম মাওলা চৌধুরী, কাদির বাপ্পা। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য নুরুল আফসার সেন্টু, আব্দুল হামিদ, উদ্দিন আলমগীর, মাসুদ সিরাজী, সাংগাঠনিক সম্পাদক মাহফুজুল হক হায়দার, শিবলী সাদিক, সুমন মাহমুদ, মহিলা সম্পাদক কানিজ ফাতেমা শাওন, সেলিনা তুহিন।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১