• আজ রবিবার
    • ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    নারায়ণগঞ্জে মানবপাচার মামলায় নারীসহ চারজনের যাবজ্জীবন

    নারায়ণগঞ্জে মানবপাচার মামলায় নারীসহ চারজনের যাবজ্জীবন

    গাজীপুর টিভি ডেস্ক | ১০ আগস্ট ২০২২ | ৪:৩৮ অপরাহ্ণ

    নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার দায়ের করা মানবপাচার মামলায় দুই নারীসহ চারজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

    আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এ রায় ঘোষণা করেন। অপরাধ প্রমাণ না হওয়ায় চারজনকে খালাস দিয়েছেন আদালত।

    সাজাপ্রাপ্তরা হলেন-মর্জিনা, জেসমিন, মো. টিটু ও সাহাবুদ্দিন। খালাসপ্রাপ্তরা হলেন- জাকির হোসেন, মো. হোসেন সাগর, মো. আসলাম ও মো. শরীফ।
    নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার প্রসিকিউটর শাওনা শায়লা জানান, ১৮ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামিদের উপস্থিতিতে আদালত এ রায় ঘোষণা করেছেন।

    মামলার নথি সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ২৭ ডিসেম্বর অপহরণের ঘটনায় আসামিদের গ্রেফতার করা হয়েছিল। সেই ঘটনায় মামলা দায়ের করা হয়। বুধবার আদালত সেই মামলার রায় ঘোষণা করলেন।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০